ঢাকা, বুধবার, ২৪ বৈশাখ ১৪৩২, ০৭ মে ২০২৫, ০৯ জিলকদ ১৪৪৬

টেনিস

ইনজুরি ফেরত নাদালের জয়ে শুরু

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৫৬, জানুয়ারি ১৪, ২০১৯
ইনজুরি ফেরত নাদালের জয়ে শুরু ইনজুরি ফেরত নাদালের জয়ে শুরু-ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ান ওপেনে দুর্দান্ত জয় দিয়ে শুরু করেছেন রাফায়েল নাদাল। বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যামের প্রথম রাউন্ডে জেমস ডাকওয়ার্থকে ৬-৪, ৬-৩ ও ৭-৫ সেটে হারান এই স্প্যানিশ কিংবদন্তি।

গত বছরের আগস্টে যুক্তরাষ্ট্র ওপেনের সেমিফাইনালে চোটের কারণে সরে দাঁড়ানোর পর নাদাল আর কোনো ম্যাচ খেলেননি। এমনকি অস্ট্রেলিয়ান ওপেনের প্রস্তুতি হিসেবে গত সপ্তাহে ব্রিসবেন ইন্টারন্যাশনালও মিস করেন তিনি।

তবে এতদিন পরে ফিরেই জয় পাওয়াটাকে সৌভাগ্যের মনে করছেন নাদাল, দীর্ঘ কয়েকমাস পরে ফেরাটা সহজ ছিল না। বিশেষ করে এমন একজন খেলোয়াড়ের বিপক্ষে যে কিনা বেশ আক্রমণাত্মক।

বাংলাদেশ সময়: ১১৫৩ ঘণ্টা, ১৪ জানুয়ারি, ২০১৯
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ