ঢাকা, বৃহস্পতিবার, ২০ ভাদ্র ১৪৩২, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১১ রবিউল আউয়াল ১৪৪৭

টেনিস

শেষ আটে পৌঁছে গেলেন দুরন্ত ফেদেরার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৩৬, জানুয়ারি ২২, ২০১৮
শেষ আটে পৌঁছে গেলেন দুরন্ত ফেদেরার ছবি:সংগৃহীত

বয়স কোনো ভাবেই আটকে রাখতে পারছে না রজার ফেদেরারকে। ৩৬ বছরেও দুরন্ত গতিতে এগিয়ে চলছেন সুইস কিংবদন্তি। যার ধারা অব্যাহত রয়েছে চলমান অস্ট্রেলিয়ান ওপেনেও। চতুর্থ রাউন্ডে মারটন ফুচসোভিচকে হারিয়ে আসরের শেষ আটে পৌঁছে গেলেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফেদেরার।

গত বছর এই অস্ট্রেলিয়ান ওপেন দিয়েই দীর্ঘ দিনের শিরোপা খরা কাটিয়েছিলেন ফেডএক্স খ্যাত এ তারকা। এর পর নিজেকে অন্যরকমভাবে প্রমাণ করেছেন রেকর্ড ১৯টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী।

পুরুষ টেনিসে বিশ্বের দুই নম্বর তারকা এদিন হাঙ্গেরিয়ান প্রতিপক্ষ ফুচসোভিচকে ৬-৪, ৭-৬ ও ৬-২ ব্যবধানে হারান। দ্বিতীয় সেটটি টাইব্রেকারে গড়ালেও জয় তুলতে ভুল করনেনি ফেদেরার।

কোয়ার্টার ফাইনালে ফেদেরারের প্রতিপক্ষ টমাস বার্ডিচ। চেক প্রজাতন্ত্রের এ তারকা চতুর্থ রাউন্ডে ফ্যাবিও ফোগিনিকে হারিয়ে শেষ আটে জায়গা করে নেন।

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, ২২ জানুয়ারি, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ