ঢাকা, সোমবার, ২১ আশ্বিন ১৪৩২, ০৬ অক্টোবর ২০২৫, ১৩ রবিউস সানি ১৪৪৭

টেনিস

দুঃস্মৃতি পেছনে ফেলে দ্বিতীয় রাউন্ডে নাদাল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:১৮, জানুয়ারি ১৭, ২০১৭
দুঃস্মৃতি পেছনে ফেলে দ্বিতীয় রাউন্ডে নাদাল রাফায়েল নাদাল/ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ান ওপেনের গত আসরে প্রথম রাউন্ডেই বাদ পড়ার লজ্জায় পড়তে হয়েছিল। দুঃস্মৃতি পেছনে ফেলে বছরের প্রথম গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডে পা রেখেছেন সাবেক ওয়ার্ল্ড নাম্বার ওয়ান রাফায়েল নাদাল।

মেলবোর্ন পার্কের রড লেভার অ্যারেনায় সরাসরি সেটে জিতলেও জার্মানির ফ্লোরিয়ান মেয়ারের কাছে ১১টি গেমে হার মানেন নাদাল। প্রথম সেট শেষ ৬-৩ গেমে নিষ্পত্তি হয়।

দ্বিতীয় ৬-৪ গেমের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ জয়ে ২-০ তে লিড নেন স্প্যানিশ আইকন। একই ব্যবধানে তৃতীয় সেট জিতে কোর্ট ছাড়েন ২০০৯ আসরের চ্যাম্পিয়ন।

তৃতীয় রাউন্ড নির্ধারণীতে নাদালের প্রতিপক্ষ সাইপ্রাসের মার্কোস বাগদাতিস। যিনি রাশিয়ান মিখাইল ইউজনিকে হারিয়ে প্রথম রাউন্ডের বাধা পার করেন। মিখাইল অবশ্য খেলা চলাকালীন ইনজুরির কারণে সরে দাঁড়ান। ততক্ষণে প্রথম সেট ৬-৩ গেমে জয়ের পর দ্বিতীয় সেটে ৩-০ গেমে এগিয়ে ছিলেন মার্কোস।

প্রসঙ্গত, ইনজুরিজর্জর ২০১৬ সালের হতাশা ভুলে নতুন বছরে ঘুরে দাঁড়াতে চোখ রাখছেন ১৪ বারের গ্র্যান্ড স্লাম জয়ী নাদাল। অস্ট্রেলিয়ান ওপেনের প্রস্তুতিতে ব্রিসবেন ইন্টারন্যাশনাল ইভেন্ট দিয়ে ২০১৭ মৌসুম শুরু করেছিলেন নাদাল। কিন্তু, কোয়ার্টার ফাইনালে গিয়ে কানাডিয়ান তারকা মিলোস রাওনিকের কাছে হেরে যান।

বাংলাদেশ সময়: ১৪১৮ ঘণ্টা, ১৭ জানুয়ারি, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ