ঢাকা, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২, ০১ মে ২০২৫, ০৩ জিলকদ ১৪৪৬

তারার ফুল

হলিউড ২০১৪

সাফল্যের টাট্টু ঘোড়ায় চড়লো যে ছবিগুলো

বৃষ্টি শেখ | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৪১, ডিসেম্বর ৩১, ২০১৪
সাফল্যের টাট্টু ঘোড়ায় চড়লো যে ছবিগুলো দৃশ্য : ‘ট্রান্সফরমার্স : এজ অব এক্সটিংশন’

হলিউডে ২০১৪ ছিলো কল্পবিজ্ঞান নির্ভর ছবির জয়জয়কার। শীর্ষ দশের নয়টি ছবিই নির্মাতার‍া কল্পনার জগত দেখিয়েছেন দর্শককে।

তালিকায় অ্যানিমেটেড ছবি মাত্র একটি। মহাকাশ বিষয়ক ছবিও একটি।

এ বছর একটি মাত্র ছবিই ১০০ কোটি মার্কিন ডলারের ব্যবসা করতে পেরেছে। হলিউডে এর আগে ১৮টি ছবি এই অভিজাত ক্লাবে ঢুকেছে। সর্বকারের সেরা ব্যবসাসফল ছবির তালিকায় ‘ট্রান্সফরমার্স : এজ অব এক্সটিংশন’ আছে দশ নম্বরে।

‘হাউ টু ট্রেইন ইউর ড্রাগন টু’ ৬০ কোটি মার্কিন ডলার আয়ের মাধ্যমে জায়গা করে নিয়েছে সর্বকালের সেরা ব্যবসাসফল অ্যানিমেটেড ছবির তালিকার ১৯তম স্থানে।

শীর্ষ ১০ ব্যবসাসফল ছবি

১. ট্রান্সফরমার্স : এজ অব এক্সটিংশন (১০০ কোটি ডলার)

২. গার্ডিয়ান্স অব দ্য গ্যালাক্সি (৭৭ কোটি ডলার)

৩. মেলফিসেন্ট (৭৫ কোটি ডলার)
৪. এক্স-মেন : ডেজ অব ফিউচার পাস্ট (৭৪ কোটি ডলার)
৫. ক্যাপ্টেন আমেরিকা : দ্য উইন্টার সোলজার (৭১ কোটি ডলার)
৬. দ্য অ্যামেজিং স্পাইডার-ম্যান টু (৭০ কোটি ডলার)
৭. ডন অব দ্য প্লানেট অব দ্য এপস (৭০ কোটি ডলার)
৮. দ্য হাঙ্গার গেমস : মকিংজে-পার্ট ওয়ান (৬৩ কোটি ডলার)
৯. ইন্টারস্টেলার (৬৩ কোটি ডলার)
১০. হাউ টু ট্রেইন ইউর ড্রাগন টু (৬০ কোটি ডলার)

বাংলাদেশ সময় : ২১৪১ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

তারার ফুল এর সর্বশেষ