ঢাকা, মঙ্গলবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

বাংলানিউজ টি-২০ বিশ্বকাপ-২০২১

সুস্থ হয়ে ভারতীয় চিকিৎসককে জার্সি উপহার দিলেন রিজওয়ান

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:০৭, নভেম্বর ১৩, ২০২১
সুস্থ হয়ে ভারতীয় চিকিৎসককে জার্সি উপহার দিলেন রিজওয়ান

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে সফল ব্যাটারদের একজন মোহাম্মদ রিজওয়ান। পাকিস্তানকে সেমিফাইনালে তুলতে বাবর আজমের সঙ্গে তার জুটিগুলো বড় ভূমিকা রেখেছে।

এমনকি অস্ট্রেলিয়ার কাছে সেমিতে হেরে যাওয়া ম্যাচেও রিজওয়ানের ব্যাটে দেখা গেছে রানের ফুলঝুরি। অথচ এই ওপেনার সেমির আগের দুই রাত কাটিয়েছেন ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ)!

তবে আলোচনায় উঠে এসেছে চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ভারতীয় এক চিকিৎসকের সেবাতেই সুস্থ হয়ে উঠেছেন পাকিস্তানের এই তারকা। এমনকি এই উইকেটরক্ষক ব্যাটসম্যানের দৃঢ় মনোবল ও দেশপ্রেম দেখে রীতিমতো চমকে গেছেন ভারতের সেই চিকিৎসক সাহের সাইনালআবদিন।

সুস্থ হওয়ার পর রিজওয়ান কৃতজ্ঞতাস্বরূপ নিজের সই করা জার্সিটি উপহার দেন ওই চিকিৎসককে! মানবিকতার কাছে এক বিন্দুতে যেন মিলে গেল ওয়াঘার এপার-ওপার।

বাংলাদেশ সময়: ১৫০৪ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বাংলানিউজ টি-২০ বিশ্বকাপ-২০২১ এর সর্বশেষ