ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

বাংলানিউজ টি-২০ বিশ্বকাপ-২০২১

আমার আগ্রাসী মনোভাবের পরিবর্তন হবে না: কোহলি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৯ ঘণ্টা, নভেম্বর ৯, ২০২১
আমার আগ্রাসী মনোভাবের পরিবর্তন হবে না: কোহলি

টি-টোয়েন্টি ফরম্যাটে অধিনায়ক হিসেবে নিজের শেষ ম্যাচ খেলে ফেললেন বিরাট কোহলি। নামিবিয়াকে উড়িয়ে এই ফরম্যাটের বিশ্বকাপ যাত্রাও শেষ হলো ভারতের।

অধিনায়ক হিসেবে নিজের শেষ ম্যাচ জিতে বেশ ফুরফুরে মেজাজেই মাঠে ছাড়লেন। এমনকি দর্শকদের অভিবাদনের জবাবও দিলেন হাত নেড়ে। ম্যাচ শেষে আবার জানিয়ে দিলেন, নেতৃত্ব ছাড়লেও আগ্রাসী মনোভাব ত্যাগ করবেন না তিনি।  

ক্যারিয়ারে বহুবার মাঠে আগ্রাসী মনোভাবের জন্য সমালোচনার মুখে পড়েছেন কোহলি। প্রতিপক্ষ খেলোয়াড় এবং সমর্থকদের সঙ্গে বিতর্কেও জড়িয়েছেন। কিন্তু এই স্বভাব বদলানোর কোনো ইচ্ছাই তার নেই বলে জানালেন তিনি। ম্যাচ শেষে নেতৃত্ব ছাড়া নিয়ে প্রশ্নের এক পর্যায়ে তিনি বলেন, 'আমার আগ্রাসী মনোভাবের কোনো পরিবর্তন হবে না। যে দিন পরিবর্তন হবে সেদিন ক্রিকেট খেলা ছেড়ে দেব। আমি অধিনায়ক হওয়ার আগেও দলকে বিভিন্নভাবে সাহায্য করার চেষ্টা করেছি। '

সুপার টুয়েলভ পর্বে টানা দুই ম্যাচে পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে হেরে সেমিফাইনালের আগেই বিদায় প্রায় নিশ্চিত হয়ে যায় ভারতের। পরে আফগানরা কিউইদের কাছে হেরে গেলে বাকি সম্ভাবনাও শেষ হয়ে যায়। তবে এরপর নিজেদের বাকি ৩ ম্যাচেই জিতেছে ভারত। টুর্নামেন্টের ফেবারিট হয়েও দলের এমন ফলাফল নিয়ে কোহলি বলেন, 'প্রথম দুই ম্যাচে আমরা আক্রমণাত্মক খেলতে পারিনি। যে গ্রুপে আমরা ছিলাম সেই গ্রুপে সাহসী ক্রিকেট না খেলতে পারলে মুশকিল। '

বিশ্বকাপ শুরুর আগেই টি-টোয়েন্টি ফরম্যাটের অধিনায়ক্তব ছাড়ার সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছিলেন কোহলি। এবার সেই নেতৃত্ব ছাড়ার প্রসঙ্গে তিনি বলেন, 'আমি খুব শান্তি পাচ্ছি। আমি সম্মানিত বোধ করছি। ব্যাপারটাকে ইতিবাচকভাবে দেখতে হবে। কাজের চাপ সামলানোর এটাই সময়। ৬-৭ বছর ধরে অসম্ভব চাপ সামলাতে হয়েছে। যাদের সঙ্গে খেলেছি তারাও দুর্দান্ত। এখানে যেমন ফল চেয়েছিলাম তা হয়নি। কিন্তু আমরা ভালো ক্রিকেট খেলেছি। '

ভারতীয় ক্রিকেট দলকে ৫০ টি-টোয়েন্টি মাচ নেতৃত্ব দিয়েছেন কোহলি। তার ওপরে আছেন শুধু মহেন্দ্র সিং ধোনি। কোহলির নেতৃত্বে ভারতীয় দল ম্যাচ জিতেছে ৩০টি। হেরেছে ১৬টিতে। জয়ের গার ৬৫.২১ শতাংশ। কমপক্ষে ৫০ আন্তর্জাতিক ম্যাচে নেতৃত্ব দিয়েছেন এমন অধিনায়কদের মধ্যে কোহলির সামনে আছেন কেবল আফগানিস্তানের সাবেক অধিনায়ক আসগর আফগান (৮১ শতাংশ)। ভারতীয় দলের নেতৃত্ব দেওয়ার সময়টাতে ব্যাট হাতে ৪৭.৫৭ গড়ে ১৫৭০ রান করেছেন কোহলি৷

বাংলাদেশ সময়: ১১১০ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০২১
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বাংলানিউজ টি-২০ বিশ্বকাপ-২০২১ এর সর্বশেষ

welcome-ad
welcome-ad