ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

বাংলানিউজ টি-২০ বিশ্বকাপ-২০২১

সেমির স্বপ্ন বাঁচাতে ফিল্ডিংয়ে ভারত

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৫ ঘণ্টা, নভেম্বর ৫, ২০২১
সেমির স্বপ্ন বাঁচাতে ফিল্ডিংয়ে ভারত

টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে খেলার স্বপ্ন বাঁচিয়ে রাখতে জয়ের বিকল্প নেই ভারতের সামনে। পা হড়কালেই বাদ পড়ার শঙ্কা।

এমন 'জিততেই হবে' ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে নামছে কোহলিবাহিনী।

সুপার টুয়েলভের ম্যাচে শুক্রবার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে স্কটিশদের বিপক্ষে মাঠে নেমেছে ভারত। আজ ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির ৩৩তম জন্মদিন। আধুনিক ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটার জন্মদিনটা জয় দিয়েই উদযাপন করতে চাইবেন সন্দেহ নেই।

স্কটিশদের বিপক্ষে ভারতীয় একাদশে একটি পরিবর্তন এসেছে। পেসার শার্দূল ঠাকুরের জায়গায় এসেছেন বরুণ চক্রবর্তী। অন্যদিকে স্কটল্যান্ড নামছে অপরিবর্তিত একাদশ নিয়ে।

ভারতের 'সেমিফাইনাল' ভাগ্য এখন পেন্ডুলামের মতো দুলছে। এমনকি স্কটল্যান্ডকে বড় ব্যবধানে হারালেও তাদের অপেক্ষায় থাকতে হবে। পরের ম্যাচেও জিততে হবে বড় ব্যবধানে, যাতে নেট রান রেট ইতিবাচক অবস্থায় থাকে।  

এরইমধ্যে ৪ ম্যাচে ৩ জয় নিয়ে গ্রুপ-২ এর পয়েন্ট তালিকায় দুইয়ে উঠে এসেছে নিউজিল্যান্ড। ৪ ম্যাচে ২ জয় পাওয়া আফগানিস্তান আছে তিনে। অন্যদিকে টানা চার জয়ে এরইমধ্যে প্রথম দল হিসেবে চলতি আসরের সেমিতে পা রেখেছে পাকিস্তান। আর চতুর্থ ম্যাচ খেলতে নামা ভারত সবেমাত্র দ্বিতীয় জয়ের লক্ষ্যে মাঠে নেমেছে। অন্যদিকে টানা ৩ হারে স্কটল্যান্ডের বিদায় আগেই নিশ্চিত হয়ে গেছে।

ভারত একাদশ: লোকেশ রাহুল, রোহিত শর্মা, বিরাট কোহলি (অধিনায়ক), সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, রবীচন্দ্রন অশ্বিন, বরুণ চক্রবর্তী, মোহাম্মদ শামি, জসপ্রিত বুমরাহ।

স্কটল্যান্ড একাদশ: জর্জ মানজি, কলাম ম্যাকলাউড, রিচি বেরিংটন, কাইল কোয়েটজার (অধিনায়ক), ম্যাথু ক্রস (উইকেটরক্ষক), অ্যালাসডের ইভান্স, মাইকেল লিস্ক, ক্রিস গ্রিভস, মার্ক ওয়াট, সাফিয়ান শরিফ, ব্র্যাডলি হুইল।

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০২১
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বাংলানিউজ টি-২০ বিশ্বকাপ-২০২১ এর সর্বশেষ