ঢাকা, শুক্রবার, ২৭ আষাঢ় ১৪৩২, ১১ জুলাই ২০২৫, ১৫ মহররম ১৪৪৭

বাংলানিউজ টি-২০ বিশ্বকাপ-২০২১

বিশ্বকাপের মাঝে হঠাৎ অবসরে আসগর

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:২২, অক্টোবর ৩১, ২০২১
বিশ্বকাপের মাঝে হঠাৎ অবসরে আসগর

স্কটল্যান্ডের বিপক্ষে জয় দিয়ে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করেছিল আফগানিস্তান। সুপার টুয়েলভে তাদের আরও তিনটি ম্যাচ বাকি।

তবে হঠাৎ করে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন দলটির সাবেক অধিনায়ক আসগর আফগান।  

আসছে নামিবিয়ার বিপক্ষে ম্যাচটিই দেশের হয়ে তার শেষ ম্যাচ বলে জানিয়েছেন এই তারকা।

নিজেদের তৃতীয় ম্যাচে রোববার নামিবিয়ার মুখোমুখি হবে আফগানিস্তান। এর আগের দিন রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে অবসরের ঘোষণা দেন ৩৩ বছর বয়সী আসগর। এই সিদ্ধান্তকে সম্মান জানিয়ে দেশের হয়ে তার অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড।

দেশের হয়ে এখন পর্যন্ত ৭৪তম টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন আসগর। আন্তর্জাতিক ক্রিকেটের এই সংস্করণে ২১.৭৯ গড় ও ১১০.৩৭ স্ট্রাইক রেটে তার রান ১ হাজার ৩৫১।

বাংলাদেশ সময়: ১১২২ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বাংলানিউজ টি-২০ বিশ্বকাপ-২০২১ এর সর্বশেষ