ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

বাংলানিউজ টি-২০ বিশ্বকাপ-২০২১

সাকিব-সোহানের চোটে শঙ্কায় বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:০১, অক্টোবর ৩০, ২০২১
সাকিব-সোহানের চোটে শঙ্কায় বাংলাদেশ

স্বস্তিতে নেই বাংলাদেশ ক্রিকেট দল। টি-টোয়েন্টি বিশ্বকাপে টানা তিন হারে কাগজে-কলমে বিদায় না হলেও বাস্তব সম্ভাবনা খুব একটা নেই।

এরসঙ্গে শেষ দুই ম্যাচের আগে যোগ হয়েছে সাকিব আল হাসানের হ্যামস্ট্রিংয়ে টান ও নুরুল হাসান সোহানের চোট।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হ্যামিস্ট্রিংয়ের চোট পান সাকিব। আর তারও আগে অনুশীলনে ব্যাটিং করার সময় চোট পান নুরুল হাসান সোহান।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে শনিবার বিসিবি জানায়, ৪৮ ঘণ্টার বিশ্রাম শেষে রোববার সাকিবের অবস্থা পরীক্ষা করে দেখা হবে। এছাড়া চিকিৎসকরা তিন দিনের পূর্ণ বিশ্রামের পরামর্শ দেন সোহানকে।

সোমবার বিশ্রাম শেষে সাকিবের অবস্থা পরীক্ষা করে দেখবে মেডিক্যাল টিম। মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে তাকে পাওয়া যাবে কিনা, সেটি নিয়েও সিদ্ধান্ত হবে তখনই।

বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বাংলানিউজ টি-২০ বিশ্বকাপ-২০২১ এর সর্বশেষ