ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

বাংলানিউজ টি-২০ বিশ্বকাপ-২০২১

র‍্যাংকিংয়ে অস্ট্রেলিয়া-আফগানিস্তানের পেছনে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৫ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২১
র‍্যাংকিংয়ে অস্ট্রেলিয়া-আফগানিস্তানের পেছনে বাংলাদেশ

অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাটিতে সিরিজ জিতে টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে ষষ্ঠ স্থানে উঠে এসেছিল বাংলাদেশ। কিন্তু চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম পর্বে স্কটল্যান্ড এবং এরপর শ্রীলঙ্কা এবং ইংল্যান্ডের বিপক্ষে হারের পর ফের পিছিয়েছে টাইগাররা।

আইসিসি টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের হালনাগাদ তালিকায় দুই ধাপ পিছিয়েছে আটে নেমে গেছে বাংলাদেশ। ফলে বাংলাদেশের সামনে চলে এসেছে অস্ট্রেলিয়া ও আফগানিস্তান।

টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে এখন শীর্ষে আছে ইংল্যান্ড। দুইয়ে ভারত এবং তিনে পাকিস্তান। এরপরের স্থানগুলোত আছে যথাক্রমে- নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া।

আফগানিস্তান উঠে এসেছে সাত নম্বরে। আর শ্রীলঙ্কা ৯ এবং ওয়েস্ট ইন্ডিজ আছে তালিকার দশম স্থানে।

বাংলাদেশ সময়: ২৩০২ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২১
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বাংলানিউজ টি-২০ বিশ্বকাপ-২০২১ এর সর্বশেষ