ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

বাংলানিউজ টি-২০ বিশ্বকাপ-২০২১

এক ওভারেই লিটন-নাঈমের বিদায়

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৮ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২১
এক ওভারেই লিটন-নাঈমের বিদায়

দলীয় তৃতীয় ওভারে মঈন আলীর করা দ্বিতীয় ও তৃতীয় বলে বিদায় নিলেন লিটন দাশ ও মোহাম্মদ নাঈম। ৮ বলে ৯ রান করা লিটন তুলে মারতে গিয়ে লিয়াম লিভিংস্টোনের ক্যাচে মাঠ ছাড়েন।

পরের বলেই ক্রিস ওকসকে ক্যাচ দিয়ে ফেরেন নাঈম।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৩ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ১৫ রান করেছে বাংলাদেশ।  

ক্রিকেটের জনক ইংল্যান্ডের বিপক্ষে অনেক টেস্ট ও ওয়ানডে খেললেও কখনোই টি-টোয়েন্টি খেলা হয়নি। চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপেই প্রথমবারের মতো ইংলিশদের বিপক্ষে ক্রিকেটের নবীনতম সংস্করণে নেমেছে টাইগাররা।

বুধবার (২৭ অক্টোবর) আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের দ্বিতীয় ম্যাচে ইতোমধ্যে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

বাংলাদেশ দলে এ ম্যাচে একটি পরিবর্তন আনা হয়েছে। ইনজুরির কারণে বিশ্বকাপ শেষ হয়ে যাওয়া মোহাম্মদ সাইফউদ্দিনের বদলে দলে নেওয়া হয়েছে শরিফুল ইসলামকে। তবে অপরিবর্তিত রয়েছে ইংল্যান্ড একাদল।

টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে শীর্ষ দল ইংল্যান্ড নিজেদের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে বিধ্বস্ত শুভসূচনা করেছিল। তবে সুপার টুয়েলভে বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে এগিয়ে থেকেও শ্রীলঙ্কার বিপক্ষে হেরে যায়।

বাংলাদেশ একাদশ: মোহাম্মদ নাঈম, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ (অধিনায়ক), আফিফ হোসেন, নুরুল হাসান (উইকেটরক্ষক), মেহেদী হাসান, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ।

ইংল্যান্ড একাদশ: জেসন রয়, জস বাটলার (উইকেটরক্ষক), ডেভিড মালান, জনি বেয়ারস্টো, ইয়ান মরগান (অধিনায়ক), লিয়াম লিভিংস্টোন, মঈন আলী, ক্রিস ওকস, ক্রিস জর্ডান, আদিল রশিদ, টাইমাল মিলস।

বাংলাদেশ সময়: ১৬১৭ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বাংলানিউজ টি-২০ বিশ্বকাপ-২০২১ এর সর্বশেষ