ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

বাংলানিউজ টি-২০ বিশ্বকাপ-২০২১

মাঠে ঝগড়া বাধিয়ে শাস্তি পেলেন লিটন-লাহিরু

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৪ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০২১
মাঠে ঝগড়া বাধিয়ে শাস্তি পেলেন লিটন-লাহিরু

ক্যাচ মিস, বাজে ফিল্ডিং ও বোলিংয়ের কারণে সুপার টুয়েলভের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৫ উইকেটে হারতে হলো বাংলাদেশকে। তবে এ ম্যাচে বাংলাদেশ ইনিংসের সময় লিটন দাশ ও লঙ্কান পেসার লাহিরু কুমারা ঝগড়া বাধিয়ে শাস্তি পেলেন।

আইসিসি লাহিরু কুমারাকে ম্যাচ ফি’র ২৫ শতাংশ জরিমানা করেছে। আর বাংলাদেশ ব্যাটসম্যান লিটন দাশের ১৫ শতাংশ কেটে নেওয়া হয়।

এ বিবৃতিতে আইসিসি জানায়, আইসিসির নিয়মের ধারা ২.৫ ভেঙেছেন কুমারা। যেখানে বাজে কথাবার্তা, আচরণ ও অঙ্গভঙ্গিকে দেখা হয়। অথবা কাউকে আউট করে আক্রমণাত্মক আচরণ প্রদর্শন। আর লিটন ধারা ২.২০ ভেঙেছেন।

ম্যাচের পঞ্চম ওভারে লাহিরু কুমারা লিটনকে আউট করার পরই এই ঘটনা ঘটে। লিটন ব্যক্তিগত ১৬ রানে কুমারার বলে ক্যাচ দিলে এই পেসার লিটনের দিকে তেড়ে আসে। এ সময় দুজনের মধ্যে কথা কাটাকাটি হতে দেখা যায়। পরে অন্য খেলোয়াড় ও আম্পায়াররা তাদের থামিয়ে দেন।

জরিমানার সঙ্গে দুজন খেলোয়াড়ের নামের পাশে একটি করে ডিমেরিট পয়েন্ট যোগ হলো। তারা তাদের ভুল স্বীকার করে নেওয়ায় আনুষ্ঠানিক কোনো শুনানির প্রয়োজন হয়নি।

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বাংলানিউজ টি-২০ বিশ্বকাপ-২০২১ এর সর্বশেষ