শুরুতে ব্যাটিং করতে নেমে পাকিস্তানের বোলারদের বোলিং তোপে চাপে পড়ে গেছে ভারত। পাওয়ার প্লে শেষ হওয়ার আগেই ভারতের প্রথম চার ব্যাটারদের ৩ জন ড্রেসিং রুমে ফিরে গেছেন।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১০ ওভারে ভারতের সংগ্রহ ৩ উইকেট হারিয়ে ৬০ রান।
এর আগে বহুল প্রতীক্ষিত মহারণে টসে জিতে কোহলিদের ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। দুই 'বুড়ো' মোহাম্মদ হাফিজ ও শোয়েব মালিককে নিয়ে একাদশ সাজায় পাকিস্তান। অন্যদিকে ভারতের একাদশ থেকে বাদ পড়েছেন অভিজ্ঞ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন।
পাকিস্তানের আমন্ত্রণে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ধাক্কা খায় ভারত। আফ্রিদির করা ওভারের চতুর্থ বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন রোহিত শর্মা। মুখোমুখি হওয়া প্রথম বলেই গোল্ডেন ডাক মারেন ভারতীয় ওপেনার। এরপর নিজের দ্বিতীয় ওভারে আরেক ওপেনার লোকেশ রাহুলকে বোল্ড করে ফেরান আফ্রিদি।
দুই ওপেনারকে হারিয়ে বিপাকে পড়ে যাওয়া ভারত অধিনায়ক বিরাট কোহলি ও সূর্যকুমার যাদবের ব্যাটে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও তাদের জুটি দীর্ঘস্থায়ী হয়নি। দলকে ৩১ রানে রেখে আরেক পাকিস্তানি পেসার হাসান আলীর বলে উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ানের হাতে ক্যাচ তুলে বিদায় নেন সূর্যকুমার (১১)।
ভারতের একাদশ: বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, জসপ্রিত বুমরাহ, রবীন্দ্র জাদেজা, লোকেশ রাহুল, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), মোহাম্মদ শামি, হার্দিক পান্ডিয়া, বরুণ চক্রবর্তী, সূর্যকুমার যাদব, ভুবনেশ্বর কুমার।
পাকিস্তানের একাদশ: বাবর আজম (অধিনায়ক), শাদাব খান, ফখর জামান, হাসান আলী, মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), ইমাদ ওয়াসিম, শাহিন আফ্রিদি, আসিফ আলী, হারিস রৌফ।
বাংলাদেশ সময়: ২০৪৮ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২১
এমএইচএম