ঢাকা, রবিবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৩ জুলাই ২০২৫, ১৭ মহররম ১৪৪৭

বাংলানিউজ টি-২০ বিশ্বকাপ-২০২১

সাকিব-মোস্তাফিজকে নিয়েই শ্রীলঙ্কার যত ভয়!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৩১, অক্টোবর ২৪, ২০২১
সাকিব-মোস্তাফিজকে নিয়েই শ্রীলঙ্কার যত ভয়!

বাংলাদেশ ক্রিকেট দল যে দুইটি ক্রিকেটার থেকে সবচেয়ে বেশি পারফর্ম আশা করে তারা হচ্ছে সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান। দেশের হয়ে দুর্দান্ত খেলার পাশাপাশি আইপিএলেও মাঠ মাতিয়েছেন তারা।

শারজাহতে অনুষ্ঠিত হওয়া আইপিএলের এবারের আসরে এ দুইজন বল হাতে ছিলেন দুর্দান্ত। তাই তাদের নিয়ে শ্রীলঙ্কার যত দুশ্চিন্তা।  

রোববার (২৪ অক্টোবর) বাংলাদেশ সময় বিকাল ৪টায় বাংলাদেশের মুখোমুখি হবে শ্রীলঙ্কা। গ্রুপপর্বে দুর্দান্ত খেলে চূড়ান্ত পর্বে জায়গা করে নেওয়া শ্রীলঙ্কা মাঠে নামার আগেই দুশ্চিন্তায় রয়েছে বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান ও পেসার মোস্তাফিজুর রহমানকে নিয়ে। কেননা যে মাঠে তারা বাংলাদেশের মুখোমুখি হবে আইপিএলের খেলার কারণে সে মাঠ আগে থেকেই এ দুই ক্রিকেটারের ভালোই চেনা রয়েছে।  

এ ব্যাপারে গতকাল সংবাদ সম্মেলনে শানাকা বলেছেন, ‘ফাস্ট বোলারদের চেয়ে স্পিনাররা বাড়তি কিছু সুবিধা পেতে পারে। আইপিএলের ম্যাচগুলোতে এই ভেন্যু ব্যবহার করা হয়েছে। ম্যাচকে নিয়ে ভালো পরিকল্পনাই সাজিয়ে রেখেছি। বিশেষভাবে ফিজ এবং সাকিবকে নিয়ে আমরা ভাবছি। অন্য যে স্পিনাররা আছে তাদের কথাও ভুলে গেলে চলবে না। তবে আমাদের ভালো পরিকল্পনা আছে। আশা করছি, কাল ভালো একটি ম্যাচ হবে। ’

বাংলাদেশ সময়: ১৪৩১ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২১
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বাংলানিউজ টি-২০ বিশ্বকাপ-২০২১ এর সর্বশেষ