বাংলাদেশ ক্রিকেট দলের আসল লক্ষ্য শুধুমাত্র ক্রিকেটে মনোযোগ দেওয়া, বাইরের কারা কি বলছেন এটি তাদের দেখার বিষয় নয়। এমনটিই জানিয়েছেন দলের হেড কোচ রাসেল ডমিঙ্গো।
এর আগে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম পর্বে নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে হারের পর টাইগাররা ঘুরে দাঁড়ায়। সেখান থেকে মাহমুদউল্লাবাহিনী পরে ওমান এবং পাপুয়া নিউগিনির বিপক্ষে জয় তুলে বিশ্বকাপের সুপার টুয়েলভে জায়গা করে নেয়।
সুপার টুয়েলভে বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে। রোববার (২৪ অক্টোবর) শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৪টায় ম্যাচটি মাঠে গড়াবে।
এ ব্যাপারে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে সাংবাদিকদের মুখোমুখি হন কোচ ডমিঙ্গো।
ডমিঙ্গো বলেন, ‘সুপার টুয়েলভের আগে আমাদেরকে শান্ত থাকতে হবে। আমি এবং আমাদের কোচিং স্টাফরা কাজ করে যাচ্ছি যাতে বাইরের কথাবার্তা আমাদের খেলোয়াড়দের ওপর কোনো ধরনের প্রভাব ফেলতে না পারে। ’
ডমিঙ্গো আরও বলেন,‘আমি এখানে শুধুমাত্র ক্রিকেটে ফোকাস করতে এসেছি। দলের বাইরের কে কি বললো এসবে আমি মাথা ঘামাই না। দলকে মানসিক এবং শারীরিক ভাবে প্রস্তুত রাখাই আমার উদ্দেশ্য। ’
‘আপনি যখন বাংলাদেশের হয়ে খেলবেন ও আপনার সময়টা খারাপ যাবে, তখন সমালোচনা সবসময়ই আপনার দিকে যাবে। আন্তর্জাতিক ক্রিকেটটা এমনই হয়। কে কি লিখছে আর বলছে এই ব্যাপারগুলো আমাদের চিন্তার বিষয় না। ’
‘আমরা আমাদের পারফরম্যান্স ও দলের উন্নতির জন্য চেষ্টা করে যাবো। কোন কোন ব্যাপারে ফোকাস রাখতে হবে এই ব্যাপারে আমরা আলোচনা করেছি। ’
শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামা প্রসঙ্গে ডমিঙ্গো বলেন , ‘আমরা শ্রীলঙ্কার বিপক্ষে বিগত কয়েক মাসে কয়েকবার খেলেছি। ওয়ানডে এবং টেস্টে আমরা তাদের বিপক্ষে ভালোভাবে লড়াই করতে পেরেছি। আমরা হাসারাঙ্গার বিপক্ষে খেলেছি এবং সে কতটা ভালো আমরা তার সামর্থ্য সম্পর্কে জানি। ’
শারজাহর উইকেটের ব্যাপারে ডমিঙ্গো বলেন, ‘এই ধরনের উইকেটে আমরা অভ্যস্ত। মিরপুরের উইকেট ও শারজাহর উইকেটে মিল রয়েছে। আশা করছি এই ম্যাচে উইকেট আমাদের সাহায্য করবে। ’
বাংলাদেশ সময়: ১৩০৩ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২১
এমএমএস