ঢাকা, সোমবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৪ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

বাংলানিউজ টি-২০ বিশ্বকাপ-২০২১

ব্যাটিং বিপর্যয়ে ক্যারিবীয়রা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৫৬, অক্টোবর ২৩, ২০২১
ব্যাটিং বিপর্যয়ে ক্যারিবীয়রা

ইংলিশ বোলারদের দাপটে শুরু থেকেই উইকেট হারাতে থাকে ওয়েস্ট ইন্ডিজ। টপ অর্ডারের কেউই দাঁড়াতে পারেনি।

কেবল দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেন ক্রিস গেইল। তবে এই ব্যাটিং দানবও ১৩ বলে ১৩ রানের মন্থর ইনিংস খেলে বিদায় নেন।

মঈন আলী-টাইমাল মিলসরা মিলে ক্যারিবীয় ইনিংসে ধস নামান। এ প্রতিবেদন লেখা অবধি ১০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ৪৪ রান করেছে উইন্ডিজ।

টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড। যেখানে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ইংলিশ অধিনায়ক ইয়ান মরগান।

শনিবার (২৩ অক্টোবর) দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে গ্রুপ ‘ওয়ান’ এর ম্যাচে বাংলাদেশ সময় রাত ৮টায় মাঠে নামে দুদল।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: এভিন লুইস, লেন্ডল সিমন্স, ক্রিস গেইল, শিমরন হেটমায়ার, নিকোলাস পুরান (উইকেটরক্ষক), কাইরন পোলার্ড (অধিনায়ক), আন্দ্রে রাসেল, ডোয়েন ব্রাভো, অকিল হোসেন, ওবেড ম্যাককয়, রবি রামপাল।

ইংল্যান্ড একাদশ: জস বাটলার (উইকেটরক্ষক), জেসন রয়, ডেভিড মালান, ইয়ান মরগান (অধিনায়ক), জনি বেয়ারস্টো, লিয়াম লিভিংস্টোন, মঈন আলী, ক্রিস ওকস, ক্রিস জর্ডান, আদিল রশিদ, টাইমাল মিলস।

বাংলাদেশ সময়: ২০৫২ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বাংলানিউজ টি-২০ বিশ্বকাপ-২০২১ এর সর্বশেষ