ঢাকা, রবিবার, ২৮ আষাঢ় ১৪৩২, ১৩ জুলাই ২০২৫, ১৭ মহররম ১৪৪৭

বাংলানিউজ টি-২০ বিশ্বকাপ-২০২১

দ. আফ্রিকার বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ে অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪৬, অক্টোবর ২৩, ২০২১
দ. আফ্রিকার বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ে অস্ট্রেলিয়া

৪টি দল ইতোমধ্যে প্রথম পর্ব থেকে বিদায় নিয়েছে। এবার শুরু হলো টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্ব।

আর প্রথম ম্যাচেই মুখোমুখি হয়েছে দুই পুরনো প্রতিদ্বন্দ্বী দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া।

শনিবার আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে মুখোমুখি সুপার টুয়েলভের প্রথম মাচে এরইমধ্যে টসে জিতে প্রোটিয়াদের ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে অজিরা।

টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার এখনো বলার মতো সাফল্য নেই। এই বিশ্বকাপে তাই সাফল্য পেতে মুখিয়ে থাকবেন ডেভিড ওয়ার্নার, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্করা। যদিও ওয়ার্নারের ফর্মহীনতা অজিদের জন্য চিন্তার বড় কারণ। স্মিথের অবস্থাও সুবিধের নয়। অন্যদিকে দক্ষিণ আফ্রিকা 'চোকার' বদনাম পেলেও যেকোনো দলের জন্যই বড় হুমকি। দলটির টপ অর্ডার মাঝে ডেভিড মিলারের ফর্ম গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। বোলিংয়ে কাগিসো রাবাদা, তাবরেজ শামসি পার্থক্য গড়ে দিতে পারেন।

দক্ষিণ আফ্রিকার একাদশ: কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), টেম্বা বাভুমা (অধিনায়ক), এইডেন মার্করাম, র‍্যাসি ভ্যান ডার ডুসান, ডেভিড মিলার, হেনরিক ক্ল্যাসেন, ডোয়াইন প্রিটোরিয়াস, কেশভ মহারাজ, কাগিসো রাবাদা, এনরিক নরকিয়া, তাবরেজ শামসি।

অস্ট্রেলিয়ার একাদশ: অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, স্টিভেন স্মিথ, মার্কাস স্টোইনিস, ম্যাথু ওয়েড (উইকেটরক্ষক), প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা, জশ হ্যাজেলউড।

বাংলাদেশ সময়: ১৫৪৬ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২১
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বাংলানিউজ টি-২০ বিশ্বকাপ-২০২১ এর সর্বশেষ