ঢাকা, শুক্রবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৮ জুলাই ২০২৫, ২২ মহররম ১৪৪৭

বাংলানিউজ টি-২০ বিশ্বকাপ-২০২১

নামিবিয়াকে মাত্র ১২৬ রানের লক্ষ্য দিল আয়ারল্যান্ড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৪৭, অক্টোবর ২২, ২০২১
নামিবিয়াকে মাত্র ১২৬ রানের লক্ষ্য দিল আয়ারল্যান্ড

হারলেই বাদ, এমন এক গুরুত্বপূর্ণ ম্যাচে দুই ওপেনার পল স্টার্লিং ও কেভন ও’ব্রায়েনের ব্যাটে দারুণ শুরু পেলেও বাকিদের ব্যর্থতায় ৮ উইকেট হারিয়ে ১২৫ রানেই থামলো আয়ারল্যান্ডের ইনিংস।  

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম পর্বে নিজেদের শেষ ম্যাচে শুক্রবার মুখোমুখি হয়েছে আয়ারল্যান্ড ও নামিবিয়া।

মূল পর্বে খেলতে হলে এই ম্যাচে দুই দলের জন্যই জয় ছাড়া অন্যকিছু ভাবার সুযোগ নেই।  

শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে শুরুতে ব্যাটিং করতে নেমে দুই ওপেনারের ব্যাটে দারুণ শুরু পায় আইরিশরা। স্টার্লিং ও ও’ব্রায়েনের উদ্বোধনী জুটিতেই আসে ৬২ রান। ২৪ বলে ৫ চার ও ১ ছক্কায় ৩৮ রানের দারুণ এক ইনিংস আসে স্টার্লিংয়ের ব্যাট থেকে। এরপর মাত্র ৫ রান যোগ হতেই বিদায় নেন ২৪ বলে ৩৫ রান করা ও’ব্রায়েনও।

দুই ওপেনারের বিদায়ের পর নামিবিয়ান বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে চাপে পড়ে যায় আইরিশরা। এরপর একমাত্র অ্যান্ড্রু বলবার্নি ছাড়া তাদের কোনো ব্যাটার দুই অঙ্কও ছুঁতে পারেননি। আইরিশ অধিনায়ক ২৮ বলে খেলেছেন ২১ রানের ইনিংস।

বল হাতে নামিবিয়ার জন ফ্রাইলিঙ্ক ৩টি, ডেভিড ভিসে ২টি এবং জেজে স্মিট ও বের্নার্ড শোল্টজ নিয়েছেন ১টি করে উইকেট।

বাংলাদেশ সময়: ১৭৪৬ ঘণ্টা, অক্টোবর ২২, ২০২১
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বাংলানিউজ টি-২০ বিশ্বকাপ-২০২১ এর সর্বশেষ