বিশ্বকাপ বাছাইপর্বের পঞ্চম ম্যাচে পাপুয়া নিউগিনির মুখোমুখি স্কটল্যান্ড। যেখানে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন স্কটিস অধিনায়ক কাইল কোয়েটজার।
ওমানের আল আমেরাত স্টেডিয়ামে ‘বি’ গ্রুপের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৪টায়।
এর আগে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ওমানের বিপক্ষে ১০ উইকেটে হারে পাপুয়া নিউগিনি। অপরদিকে একইদিনের পরবর্তী ম্যাচে বাংলাদেশকে ৬ রানের ব্যবধানে হারায় স্কটল্যান্ড। শক্তিমত্তার দিক থেকে এগিয়ে স্কটিশদের মুখোমুখি ‘বি’ গ্রুপের সবচেয়ে দুর্বল দল পিএনজি।
স্কটল্যান্ড একাদশ: কাইল কোয়েটজার (অধিনায়ক), জর্জ মুনসে, ম্যাথিউ ক্রস, রিচি বেরিংটন, কলাম ম্যাকলয়েড, ম্যাথিউ লিস্ক, ক্রিস গ্রিভস, মার্ক ওয়াট, জসুয়া ড্যাভে, অ্যালিসডায়ির ইভানস, ব্র্যাড হোয়েল।
পাপুয়া নিউগিনি একাদশ: আসাদ ভালা (অধিনায়ক), টনি উরা, লেগা সিয়াকা, চার্লস আমিনি, সেসে বাউ, নরমান ভানুয়া, সিমন আতাইকিপলিন ডর্জিয়া, চাদ সোপের, কাবুয়া মোরেয়া, নোসাইনা পোকানা।
বাংলাদেশ সময়: ১৫৪৬ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০২১
আরইউ