স্কটল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের লজ্জাজনক হারের দায় সিনিয়র ক্রিকেটারদের উপর চাপিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তবে এই ব্যাপারে বাংলাদেশের কোচ রাসেল ডোমিঙ্গোকে জিজ্ঞেস করা হলে তিনি বিষয়টি এড়িয়ে যান এবং জানিয়ে দেন, বাইরের কাউকে পাত্তা দেন না।
ক্রিকেটারদের উপর পূর্ণ বিশ্বাস আছে দাবি করে সংবাদ সম্মেলনে ডোমিঙ্গো বলেন, ‘আমি এখানে প্রেসিডেন্টকে নিয়ে কথা বলতে আসিনি। সবারই নিজের মতামত দেওয়ার অধিকার আছে। আমার দিক থেকে, আমি আমার ক্রিকেটারদের সমালোচনা করব না। ওদের ওপর পূর্ণ বিশ্বাস আছে আমার, পুরো আস্থা আছে। ’
দলের বাইরের বিষয়গুলোকে গুরুত্ব না দিয়ে দলের উপর পূর্ণ মনোযোগ দেওয়ার কথা জানান ডোমিঙ্গো। তিনি বলেন, ‘দলের বাইরের যা কিছু, আমার কাছে তা এই মুহূর্তে গুরুত্বপূর্ণ নয়। আমার মনোযোগ পুরোপুরি আমার দলের ওপর এবং এটা নিশ্চিত করায় যে আমরা শতভাগ ওদের পাশে আছি যেন ওরা দারুণ পারফরম্যান্স দেখাতে পারে। ’
বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের প্রথম ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় বিশাল ব্যবধানে হারে বাংলাদেশ। দলের অভিজ্ঞ ক্রিকেটারদের উপর ভরসা থাকলেও নিরাশ করে তারা। ওয়ান রাউন্ডে নেমে সাকিব আল হাসান ২৮ বলে করেন ২০ রান। চারে নেমে মুশফিকুর রহিম টানা দুই বলে ছক্কার পরও ৩৮ রান করেন ৩৬ বলে। দুজনের ৪৭ রানের জুটিতে লাগে ৪৬ বল। পরে মাহমুদউল্লাহ ২২ বল খেলে করেন মাত্র ২৩।
তাদের এমন ধীরগতির ব্যাটিংয়ে প্রয়োজনীয় রান রেট যে উচ্চতায় পৌঁছায়, অন্যরা পারেননি সেই কঠিন সমীকরণ মেলাতে। শেষ পর্যন্ত হার দিয়েই বিশ্বকাপ শুরু করতে হয় টাইগারদের।
বাংলাদেশ সময়: ১৫১৮ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০২১
আরইউ