ঢাকা, শুক্রবার, ৩১ শ্রাবণ ১৪৩২, ১৫ আগস্ট ২০২৫, ২০ সফর ১৪৪৭

বাংলানিউজ টি-২০ বিশ্বকাপ-২০২১

আয়ারল্যান্ডের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে নেদারল্যান্ডস

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪৬, অক্টোবর ১৮, ২০২১
আয়ারল্যান্ডের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে নেদারল্যান্ডস

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম পর্বে মুখোমুখি হয়েছে আয়ারল্যান্ড ও নেদারল্যান্ডস। যেখানে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে সিদ্ধান্ত নিয়েছেন ডাচ অধিনায়ক পিটার সিলার।

সোমবার (১৮ অক্টোবর) আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে ‘এ’ গ্রুপের ম্যাচে মাঠে নামছে দুদল। ম্যাচটি বাংলাদেশ সময় বিকেল ৪টা শুরু হবে।

আয়ারল্যান্ড একাদশ: পল স্টার্লিং, কেভিন ও ব্রায়ান, অ্যান্ড্রু বালবির্নি (অধিনায়ক), গ্যারেথ ডেলানি, হ্যারি টেক্টর, কার্টিস ক্যাম্পার, নিল রক (উইকেটরক্ষক), সিমি সিং, মার্ক আডায়ার, বেঞ্জামিন হোয়াইট, জোশুয়া লিটল।

নেদারল্যান্ডস একাদশ: ম্যাক্স ওডাউড, বেন কুপার, বাস ডি লিডে, কলিন অ্যাকারম্যান, রায়ান টেন ডসকাটে, স্কট এডওয়ার্ডস (উইকেটরক্ষক), রওলফ ভ্যান ডার মারিউ, পিটার সিলার (অধিনায়ক), লোগান ভ্যান বেক, ফ্রেড ক্ল্যাসেন, ব্র্যান্ডন গ্লোভার।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বাংলানিউজ টি-২০ বিশ্বকাপ-২০২১ এর সর্বশেষ