ঢাকা, শনিবার, ৪ শ্রাবণ ১৪৩২, ১৯ জুলাই ২০২৫, ২৩ মহররম ১৪৪৭

বাংলানিউজ টি-২০ বিশ্বকাপ-২০২১

স্কটিশ ‘ডেলিভারিম্যানে’র কাছে বাংলাদেশের হার

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৩৩, অক্টোবর ১৮, ২০২১
স্কটিশ ‘ডেলিভারিম্যানে’র কাছে বাংলাদেশের হার

টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই ধাক্কা খেল বাংলাদেশ। স্কটল্যান্ডের বিপক্ষে ৬ হারে হেরে গেছেন মাহমুদউল্লাহরা।

আর স্কটিশদের এই জয়ে ব্যাটে-বলে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে ম্যাচ সেরা হয়েছেন ক্রিস গ্রিভস।

এদিন ৫৩ রানে ৬ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা স্কটিশ দলকে টেনে তোলেন গ্রিভস। মূলত ২৮ বলে তার করা ৪৫ রানের সুবাদেই ১৪০ রান করে স্কটল্যান্ড। এরপর বল হাতেও বাংলাদেশের সেরা দুই ক্রিকেটার সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমের উইকেট তুলে নিয়ে দলকে জেতান।

তবে মজার ব্যাপার দক্ষিণ আফ্রিকায় জন্ম নেওয়া গ্রিভসের স্কটল্য়ান্ডের হয়ে খেলার কথাই ছিল না। তার এই পর্যায়ে আসতে অনেক কঠিন পথ পাড়ি দিতে হয়েছে। অনূর্ধ্ব-১৯ বয়সকালে তিনি ইংল্যান্ডের নেট বোলার ছিলেন। তার মা ইংলিশ হওয়ায় আরেক দক্ষিণ আফ্রিকাজাত ইংলিশ ক্রিকেটার ম্যাট প্রায়ারের সঙ্গে সাক্ষাৎ করার পর তিনি তাকে ইংল্যান্ডের হয়ে হয়ে নিজের খেলার ইচ্ছার কথা জানান।  

প্রায়ারও তাকে ট্রায়ালের সুযোগ করে দেন। কিন্তু চোটের কারণে চিকিৎসার জন্য তাকে স্কটল্যান্ডে আসতে হয়। এইভাবেই তার স্কটিশ ক্যারিয়ার শুরু হয়।

এরপর ২০১৭ সালে এমসিসি স্কটল্যান্ডের হয়ে তিনি লর্ডসের ময়দানে মাত্র ৫৫ বলে ১০৬ রানের দুর্দান্ত ইনিংস খেলে নজরে আসেন। ৩১ বছর বয়সী এই অলরাউন্ডার কিন্তু মাত্র মাসখানেক আগেও স্কটল্যান্ড দলে ছিলেন না। তবে নেদারল্যান্ডসের বিপক্ষে চার উইকেট নিয়ে দলে তার জায়গা করে নেন। এরপর এই বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে তার স্কটিশ দলে অভিষেক ঘটে আর অভিষেকেই বাজিমাত।

আরও একটি বিষয় হলো, এক সময় গ্রিভস অ্যামাজনের হয়ে ডেলিভারিম্যানের কাজও করতেন। সেইখান থেকে প্রথম সুযোগেই এহেন পারফরম্যান্স তার দীর্ঘদিনের কঠোর পরিশ্রমের ও হার না মানা মনোভাবকে তুলে ধরে।  

স্কটিশ অধিনায়ক এবং আরেক দক্ষিণ আফ্রিকাজাত ক্রিকেটার কাইল কোয়েটজার গ্রিভসের এই লড়াইয়ের প্রশংসা করে বলেন, ‘এটা ওর জন্য় একটা দারুণ দিন হলেও আমরা কিন্তু অবাক হয়নি। আমি ব্যক্তিগতভাবে গ্রিভসের জন্য গর্বিত। সে জীবনে অনেক কিছুর মধ্যে দিয়ে গিয়েছে। কিছুদিন আগে পর্যন্তও তো ও অ্যামাজনের হয়ে ডেলিভারি বয়ের কাজ করত। আর এখন বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে ম্যান অফ দ্য ম্যাচ পারফরম্যান্স করছে। ’

বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বাংলানিউজ টি-২০ বিশ্বকাপ-২০২১ এর সর্বশেষ