ঢাকা, শুক্রবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৮ জুলাই ২০২৫, ২২ মহররম ১৪৪৭

বাংলানিউজ টি-২০ বিশ্বকাপ-২০২১

২৫ ভাগ রান করে পাকিস্তানের আস্থার প্রতীক বাবর

আশরাফুল মাখলুকাত | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৪৬, অক্টোবর ১৮, ২০২১
২৫ ভাগ রান করে পাকিস্তানের আস্থার প্রতীক বাবর

বাবর আজম ২০১২ আইসিসি অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপে পাকিস্তান যুবা দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি এখন পাকিস্তান জাতীয় অধিনায়ক ও দলের সেরা ব্যাটারও।

 

বাবরের ক্লাস নিয়ে সন্দেহ ছিল না কখনো। তিনি এই প্রজন্মের ক্রিকেটে শুধু পাকিস্তানের নয়, গোটা ক্রিকেট বিশ্বের অন্যতম সেরা ব্যাটার তাতে সন্দেহ নেই। শেষ কয়েক বছর বাবরের ব্যাটের দাপট ছিল বিরাট কোহলির থেকে অনেক বেশি। ভারত অধিনায়কের থেকে অনেক ধারাবাহিক পাকিস্তানের নতুন তারকা।

এই প্রথম পাকিস্তানের হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন বাবর আজম । ২০১৬ সাল থেকেই তিনি পাকিস্তান দলের নিয়মিত মুখ। পাকিস্তান দলের মোট রানের শতকরা ২৫ ভাগই এসেছে বাবর আজমের ব্যাট থেকে। ফলে চলমান বিশ্বকাপে পাকিস্তান যে বাবর আজমের ব্যাটের দিকে তাকিয়ে থাকবে সেটি বলাই যায়।

 দেখে নেওয়া যাক টি-২০ ক্রিকেটে বাবর আজমের পরিসংখ্যান।

এখন পর্যন্ত পাকিস্তানের হয়ে ৬১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন বাবর। যেখানে ৪৬.৮৯ গড় ও ১৩০.৬৪ স্ট্রাইক রেটে ২২০৪ রান করেছেন। তার ক্যারিয়ারে ২০টি হাফসেঞ্চুরির পাশাপাশি একটি সেঞ্চুরিও রয়েছে।  

বাবর আজমের পরিসংখ্যানে পাকিস্তান ভক্তরা অবশ্যই আশাবাদী হতে পারে। টি-২০ বিশ্বকাপের দ্বিতীয় আসরে ২০০৯ সালে পাকিস্তান বিশ্বকাপ শিরোপা নিজেদের করে নিয়েছিল। এবার কি পারবে পাকিস্তান বাবর আজমের ব্যাটে ভর করে দ্বিতীয় টি-২০ বিশ্বকাপ শিরোপা নিজেদের করে নিতে?

বাংলাদেশ সময়: ১৩৪৩ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বাংলানিউজ টি-২০ বিশ্বকাপ-২০২১ এর সর্বশেষ