ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

বাংলানিউজ টি-২০ বিশ্বকাপ-২০২১

অ্যামব্রোসকে আর শ্রদ্ধা করবেন না গেইল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৫ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০২১
অ্যামব্রোসকে আর শ্রদ্ধা করবেন না গেইল

টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ দলে ক্রিস গেইলের থাকা নিয়ে বিরূপ মন্তব্য করে সমালোচিত হন দেশটির সাবেক ক্রিকেটার কার্টলি অ্যামব্রোস। এবার পাল্টা জবাব দিয়ে ইউনিভার্স বস খ্যাত গেইল বললেন, অ্যামব্রোসের প্রতি কোনো শ্রদ্ধাবোধ নেই তার।

ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি বোলার কার্টলি অ্যামব্রোস কয়েকদিন আগে বিশ্বকাপ একাদশে গেইল ‘অটোচয়েস’ নন বলে দাবি করেন। তার এমন মন্তব্যের জবাবে মঙ্গলবার (১২ অক্টোবর) ‘দ্য আইল্যান্ড টি মর্নিং শো’-তে দেওয়া এক সাক্ষাৎকারে গেইল বলেন, ‘আপনি কার্টলি অ্যামব্রোসকে বলে দিয়েন যে, ইউনিভার্স বস ক্রিস গেইলের কাছে তার জন্য কোনো শ্রদ্ধাবোধ নেই। আমি যখন ওয়েস্ট ইন্ডিজ যোগ দিয়েছিলাম, তখন তাকে খুবই শ্রদ্ধা করতাম। তবে এখন আমি মন থেকেই বলছি। আমি জানি না ঘটনা কী, তবে অবসরের পর থেকেই সে আমার বিরুদ্ধে কথা বলে। ’

তিনি আরও বলেন, ‘এসব নেতিবাচক মন্তব্য নয়, আমরা আশা করি তারা দলকে ইতিবাচক শক্তি যোগাবে। অন্য দলে তাদের সাবেক খেলোয়াড়রা সবসময় দলকে সমর্থন করে, তাহলে বিশ্বকাপের মতো বড় আসরে আমাদের ক্ষেত্রে ব্যতিক্রম কেন?’

সাবেক এ উইন্ডিজ পেসারের এমন বক্তব্য শুধুমাত্র নজরকাড়ার জন্য বলে মনে করেন গেইল। তিনি বলেন, ‘তিনি মনোযোগ আকর্ষণ করতে সক্ষম হয়েছেন এবং তিনি মনোযোগ আকর্ষণ করাতে চাচ্ছিলেন, আমি তাকে তা দিলাম। ’

গেইল আরো বলেন, ‘অ্যামব্রোসের সাথে আমার সব শেষ। আবার যখনই তার সাথে দেখা হবে, আমি তাকে বলবো যে, নেতিবাচক কথাবার্তা ছড়ানো বন্ধ করুন এবং বিশ্বকাপে দলকে সমর্থন করুন। এই দলটা নির্বাচন করা হয়েছে এবং সাবেক খেলোয়াড়দের সমর্থনের প্রয়োজন আমাদের আছে। আমাদের নেতিবাচক মন্তব্যের দরকার নেই। অন্য দলের সাবেক খেলোয়াড়রা তাদের দলকে সমর্থন করে, তাহলে এমন বড় একটা আসরে আমরা কেন আমাদের দলকে সমর্থন করতে পারি না?’

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০২১
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বাংলানিউজ টি-২০ বিশ্বকাপ-২০২১ এর সর্বশেষ