ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

খেলা

মহিলা টি-টোয়েন্টিতে রাজশাহী ও খুলনার জয়

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১০

ঢাকা: মহিলা জাতীয় ক্রিকেট লিগের টি-টোয়েন্টি টুর্নামেন্টে বৃহস্পতিবার জয় পেয়েছে রাজশাহী ও খুলনা বিভাগ। রাজশাহী ৬২ রানে চট্টগ্রামকে এবং খুলনা ১০ উইকেটে হারিয়েছে ঢাকা বিভাগকে।

সিলেট বিভাগীয় স্টেডিয়ামে সাথিরা জাকির ২৩, পান্না ঘোষ ৩৬, ফারজানা হক ৩৫ ও তিথি রানী সরকার ১৫ রান করলে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩০ রান করে রাজশাহী বিভাগ।

চট্টগ্রামের পক্ষে তৃপ্তি মন্ডল চার ওভারে ৯ রান দিয়ে ২টি উইকেট নেন।

জবাবে ব্যাট করতে নেমে রাজশাহীর বোলিং তোপের মুখে ২০ ওভারে ৭ উইকেটে ৬৮ রান তুলতে পেরেছে চট্টগ্রাম বিভাগের মেয়েরা।

৪ ওভারে ১২ রান দিয়ে ৩ উইকেট নেন পান্না ঘোষ। ৩ ওভারে ১২ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন ডলি রানী।

এদিকে বৃষ্টি বাঁধা হওয়ায় ঢাকা ও খুলনা বিভাগের ম্যাচে ওভার কমিয়ে আনা হয় ৫ ওভারে। আগে ব্যাট করে বিনা উইকেটে ১৯ রান তোলে ঢাকা বিভাগ। এর জবাবে ৩.৪ ওভারে বিনা উইকেটেই জয় নিশ্চিত করে খুলনা বিভাগ।

বাংলাদেশ সময়: ২২০৪ ঘন্টা, সেপ্টেম্বর ৩০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।