ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

খেলা

প্রীতি ম্যাচ হচ্ছে না

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১০
প্রীতি ম্যাচ হচ্ছে না

ঢাকা: টানা বৃষ্টি হওয়ায় বিকেএসপি মাঠে পানি জমে আছে। এককথায় মাঠ খেলার অনুপযোগী হওয়ায় বিসিবি একাদশ ও নিউজিল্যান্ডের মধ্যকার একদিনের প্রীতি ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

শুক্রবার বিকেএসপির দুই নম্বর মাঠে হওয়ার কথা ছিলো প্রীতি ম্যাচটি। প্রথম ম্যাচ পরিত্যক্ত হলেও দ্বিতীয় ম্যাচ আয়োজনের ব্যাপারে আশাবাদী স্বাগতিকরা।

একই মাঠে সোমবার দ্বিতীয় প্রতিম্যাচ হওয়ার কথা আছে। এলক্ষ্যে বিসিবি একাদশ নামে নতুন দল ঘোষণা করা হয়েছে।
খেলোয়াড়রা হলেন: নাদিফ চৌধুরী (অধিনায়ক), মাহমুদুল হাসান লিমন (সহ-অধিনায়ক), অমিত মজুমদার, মাইশুকুর রহমান, অভিষেক মিত্র, জুবায়ের রহমান, মোহাম্মদ শরীফুল্লাহ, নজরুল হোসেন মিলন, দেলোয়ার হোসেন, মনোয়ার হোসেন, মুক্তার আলী, আরিফুল হক, নুরুল হোসেন শোহান ও আল আমিন।  

নির্বাচিত ক্রিকেটারদের শনিবার দুপুর ২টায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যানেজার সাব্বির খানের কাছে রিপোর্ট করতে বলা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৪২ ঘন্টা, সেপ্টেম্বর ৩০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।