ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

খেলা

ওপেন টেনিসে অমল ও শারদা চ্যাম্পিয়ন

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১০

ঢাকা: শাহজালাল ইসলামী ব্যাংক উন্মুক্ত টেনিস প্রতিযোগিতায় পুরুষ এককে অমল রায় শিরোপা ধরে রেখেছেন। অন্যদিকে মেয়েদের বিভাগে একক ও দ্বৈতে শিরোপা জিতেছেন শারদা আলম।

জাতীয় টেনিস কমপ্লেক্সে পুরুষ এককে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল খেলায় অমল রায় ৬-১, ৬-৪ গেমে আলমগীর হোসেনকে পরাজিত করেন।

মেয়েদের এককের ফাইনালে শারদা আলম ৬-১, ২-৬ ও ৬-৩ গেমে হারান সাথী সরকারকে। মেয়েদের দ্বৈত ইভেন্টের ফাইনালে সাথী ও শারদা জুটি ৬-১, ৬-২ গেমে জেতেন মেধা ও রিপা জুটির বিপক্ষে।

বালক একক ১৬ বছর গ্রুপে শিরোপা জিতেছেন বিপ্লব রাম। তিনি ২-৬, ৬-৩ ও ৭-৬ গেমে পরাজিত করেন রুস্তম আলীকে।

বালক একক ১৪ বছর গ্রুপে চ্যাম্পিয়ন দেলোয়ার হোসেন। তিনি ৬-১ ও ৬-০ গেমে মাহিন রেজাকে পরাজিত করেন।

অন্যদিকে বালিকা এককে (১৪ বছর গ্রুপ) মৌরিন ৬-৩, ৭-৬ গেমে ঝিলিক চাকমাকে হারিয়ে চ্যাম্পিয়ন হন।

মিনি টেনিসে (১০ বছর বালক ও বালিকা বিভাগ) শিরোপা জেতেন নূর আলম ও ফাবিয়া লামিসা।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে প্রাইজমানি ও ট্রফি বিতরণ করেন স্পন্সর প্রতিষ্ঠান শাহজালাল ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভাপতি মোহাম্মদ সোলায়মান। এসময় ফেডারেশন ও স্পন্সর প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

বাংলাদেশ সময়: ২১৪৮ ঘন্টা, সেপ্টেম্বর ৩০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।