ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

খেলা

জবাব পাঠানোর প্রস্তুতি নিচ্ছেন তিন ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১০
জবাব পাঠানোর প্রস্তুতি নিচ্ছেন তিন ক্রিকেটার

লাহোর: স্পট ফিক্সিংয়ের অভিযোগে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)’র পাঠানো নোটিশের জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন তিন পাক ক্রিকেটার। এরই মধ্যে সালমান বাট, মোহাম্মদ আসিফ ও মোহাম্মদ আমের এ বিষয়ে আলোচনা করেছেন তাদের আইনজীবীদের সঙ্গে।

দেশে ফেরার আগে এই তিনজনকে জিজ্ঞাসাবাদ করেছে স্কটল্যান্ড ইয়ার্ডের গোয়েন্দারা। দ্য ডেইলি টাইমস জানিয়েছে নোটিশের জবাব দেওয়ার জন্য আইসিসি ১৪ দিনের সময় বেধেঁ দেয় তাদের। যদিও পরে এই সময় বাড়িয়েছে সংস্থাটি।  

পিসিবির আইন উপদেষ্টা তাফাজ্জুল রিজভী জানান,“ক্রিকেটাররা মনে করে তাদের বরখাস্ত করাটা ন্যায়সঙ্গত হয়নি। এ মুহূর্তে তারা আইসিসির নোটিশের বিস্তারিত জবাব তৈরি করার কাজে ব্যস্ত। ”

ইংল্যান্ড সফর শেষে সংযুক্ত আরব আমিরাতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পরবর্তী হোম সিরিজ খেলার প্রস্তুতি নিতে যাচ্ছে পাকিস্তান। এই পরই আছে নিউজিল্যান্ড সফর। তাই পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান ইজাজ বাট বিষয়টি সমাধানে প্রাথমিক শুনানির ব্যাপারে কাজ করার নিদের্শ দিয়েছে পিসিবির আইনজীবীদের। যাতে পরবর্তী সফরে ওই ক্রিকেটারদের দলে রাখার বিষয়ে নির্বাচকরা স্পষ্ট ধারনা পান।

বাটের বরাত দিয়ে টাইমস আরো জানায়,“এই তিন ক্রিকেটারের বিরুদ্ধে উঠা অভিযোগের ওপর তদন্ত প্রতিবেদন আইনজীবী অফিসে হস্তান্তর করেছে স্কটল্যান্ড ইয়ার্ড। ওই প্রতিবেদেনে কি বেরিয়ে এসেছে তা জানতে অপেক্ষা করছে বোর্ড। কারণ আইনজীবী অফিস এই বিষয়টি স্পট করলে আইসিসিও দীর্ঘদিন বরখাস্তাদেশ বহাল রাখতে পারবে না। ”

ইংল্যান্ড সফরের মাঝামাঝি সময়ে বৃটিশ ট্যাবলয়েড নিউজ অব দ্য ওয়ার্ল্ডে প্রকাশিত স্পট ফিক্সিংয়ের প্রতিবেদনের ভিত্তিতে পাকিস্তানের টেস্ট অধিনায়ক সালমান, আমের আর আসিফকে সাময়িক বরখাস্ত করেছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা।

বাংলাদেশ সময়: ২২১১ ঘন্টা, সেপ্টেম্বর ২৬, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad