ঢাকা, বুধবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৭ এপ্রিল ২০২৪, ০৭ শাওয়াল ১৪৪৫

খেলা

অনূর্ধ্ব-২৩ দলের ছুটি

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১০
অনূর্ধ্ব-২৩ দলের ছুটি

ঢাকা: এশিয়ান গেমসের জন্য বাফুফের প্রাথমিক প্রশিক্ষণ ক্যাম্প শনিবার শেষ হয়েছে। তবে অবসরের সময় নেই ফুটবলারদের।

এখনই কাব প্রশিক্ষণে যোগ দিতে হচ্ছে তাদেরকে।

আগামী ৭ অক্টোবর ফেডারেশন কাপ দিয়ে শুরু হচ্ছে ঘরোয়া ফুটবলের আসর। সেজন্যই শুরু হচ্ছে কাব প্রস্তুতি।

৩১ ফুটবলারকে নিয়ে গত ২০ আগস্ট থেকে বিকেএসপিতে অনুশীলন ক্যাম্প শুরু করে বাফুফে। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে এক মাসের কিছুটা বেশি সময় আবাসিক ক্যাম্প হয়। ১৩ সেপ্টেম্বর থেকে বিদেশি প্রশিক্ষক রবার্ট রুবচিচ দলের দায়িত্ব নেন।

নতুন কোচের অধীনে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত প্রশিক্ষণ হওয়ার কথা ছিলো। কিন্তু কাবগুলো দাবির মুখে পাঁচদিন কমিয়ে আনা হয়।

জাতীয় দলের সহকারী কোচ সাইফুল বারী বাংলানিউজকে বলেন,‘‘শনিবার ক্যাম্প শেষ করার জন্য কয়েকদিন আগে বাফুফে আমাদেরকে জানিয়ে দেয়। বিকালে হালকা অনুশীলন শেষে খেলোয়াড়দের ছুটি দেওয়া হয়েছে। ”

বাংলাদেশ সময়: ২১৪২ ঘন্টা, সেপ্টেম্বর ২৫, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।