ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

খেলা

গোপালগঞ্জে দাবা ক্যাম্প সমাপ্ত

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১০

ঢাকা: গোপালগঞ্জে স্কুল শিক্ষার্থীদের দুইদিন ব্যাপী দাবা প্রশিক্ষণ ক্যাম্প শনিবার শেষ হয়েছে।

স্বাগতিক জেলা ছাড়াও ফরিদপুর, খুলনা, নাটোর ও কুমিল্লার প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের ১২টি স্কুলের ৫২ জন শিক্ষার্থী প্রশিক্ষণ ক্যাম্পে অংশ নেন।

সমাপনী অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে সনদ বিতরণ করেন গ্রান্ড মাস্টার নিয়াজ মোর্শেদ ও ফিদে মাস্টার মাহফুজুর রহমান ইমনসহ ফেডারেশনের প্রশিক্ষকরা।

স্থানীয় শেখ কামাল স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শেখ ইউসুফ হারুন। এসময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকার প্রতিনিধি মোহাম্তদ আলী খান আবু মিয়া ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আলী নাঈম খান।

বাংলাদেশ সময়: ২১০৭ ঘন্টা, সেপ্টেম্বর ২৫, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।