ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

খেলা

পিছিয়ে গেলো জাতীয় লিগ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১০
পিছিয়ে গেলো জাতীয় লিগ

ঢাকা: দ্বাদশ জাতীয় ক্রিকেট লিগের খেলা পিছিয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)’র টুর্নামেন্ট কমিটি শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে নতুন সূচি অনুযায়ী আগামী ৪ অক্টোবর থেকে শুরু হবে চারদিনের খেলা।

খেলা হওয়ার কথা ছিলো ২৯ সেপ্টেম্বর থেকে। কিন্তু হঠাৎই বৃষ্টিপাত বেড়ে যাওয়ায় খেলা পেছাতে হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। শিগগিরই নতুন সূচি ঘোষণা করা হবে।

এবারের জাতীয় লিগ হবে দুই ভাগে। ২০১১ সালের বিশ্বকাপের আগে হবে প্রথম ভাগের খেলা। সুপার ফোরের খেলা হবে বিশ্বকাপের পর।
প্রথম রাউন্ডের খেলা হবে রাজশাহী স্টেডিয়াম, বগুড়া শহীদ চান্দু স্টেডিয়াম, যশোহর জেলা স্টেডিয়াম ও সিলেট বিভাগীয় স্টেডিয়ামে।

বাংলাদেশ সময়: ২১০৪ ঘন্টা, সেপ্টেম্বর ২৫, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।