ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

খেলা

উন্মুক্ত টেনিস রোববার শুরু

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১০

ঢাকা: শাহজালাল ইসলামী ব্যাংক উন্মুক্ত টেনিস প্রতিযোগিতা শুরু হচ্ছে রোববার থেকে। পাঁচ দিনের এই প্রতিযোগিতায় ২৬টি দলের ২৬০ জন খেলোয়াড় অংশ নিচ্ছে।

টুর্নামেন্টে পুরুষ-মহিলা একক ও দ্বৈত ছাড়াও বিভিন্ন বয়সের বালক-বালিকাদের ব্যক্তিগত ইভেন্টে খেলা হবে।

এ লক্ষ্যে শনিবার ফেডারেশনে এক সংবাদ সম্মেলনে জানানো হয় ৩ লাখ ১১ হাজার টাকা খরচ হবে টুর্নামেন্ট সম্পন্ন করতে। এর মধ্যে দুই লাখ টাকা দেবে স্পন্সর প্রতিষ্ঠান।

অংশগ্রহণকারী দলগুলো হচ্ছে: জাতীয় টেনিস কমপ্লেক্স, পুলিশ ক্লাব, আমেরিকান ক্লাব, ইঞ্জিনিয়ার্স রিক্রিয়েশন সেন্টার, বৃটিশ ক্লাব, জয়পুরহাট টেনিস ক্লাব, আমেরিকান ক্লাব, নরডিক ক্লাব, জাপান ক্লাব, গুলশান ক্লাব, জাফর ইমাম টেনিস কমপ্লেক্স, আমাজান ক্লাব, উত্তরা ক্লাব, জামালপুর টেনিস ক্লাব, নরসিংদি টেনিস ক্লাব, গুলশান ইয়ুথ ক্লাব, বগুড়া স্টেশন ক্লাব, বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান, নেভি ক্লাব, হোটেল শেরাটন, নাটোর টেনিস ক্লাব, মাদারীপুর টেনিস ক্লাব, মানিকগঞ্জ কাব, ঢাকা কাস্টমস ক্লাব, বরিশাল ক্লাব লি: ও ঢাকা অফিসার্স ক্লাব।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শাহজালাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলীসহ ফেডারেশনের কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ২০৩১ ঘন্টা, সেপ্টেম্বর ২৫, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।