ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

খেলা

শর্ট বলে দুর্বল শেবাগ: জনসন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১০
শর্ট বলে দুর্বল শেবাগ: জনসন

চণ্ডিগড়: বীরেন্দ্র শেবাগকে নিয়ে কথার লড়াইয়ে নেমেছেন অস্ট্রেলিয়ার পেসার মিশেল জনসন। তার মতে শট বল খেলতে পারেন না ভারতের আক্রমণাত্মক ব্যাটসম্যান।

শেষবার ভারত সফরের উদাহরণটা যু্িক্ত হিসেবে তুলে ধরেন জনসন,“আমরা যখন এখানে এসেছি তখন শেবাগ গুড লেন্থের বলে চার ও ছয় হাঁকিয়েছে। তবে স্কোরবোর্ডে ওর (শেবাগ) অধিকাংশ ইনিংসটি ছিলো ৫০ রানের। ”

বলেন,“অনেকের মধ্যে শেবাগকেও শটবল দেওয়া হয়েছিলো। আমি মনে করি না, শর্ট বল খেলায় অভ্যস্ত হয়ে উঠেছেন শেবাগ। ”

জনসনসহ ডোগ বোলিঞ্জার, বেন হিলফেনহাউস, পিটার জর্জ ও শেন ওয়াটসনকে নিয়ে দরুণ একদল পেস বোলার নিয়ে ভারত সফর করছেন অসি অধিনায়ক রিকি পন্টিং।

ওয়াটসন বলেন,“ভারতের শক্তিশালী ব্যাটিং লাইন আপের বিরুদ্ধে পেস বোলিংই হবে তাদের মূল অস্ত্র। ”

ভারতের সঙ্গে দুটি টেস্ট ও তিনটি একদিনের ম্যাচ খেলতে অসিরা কেবল পেসার নিয়েই আসেনি। নাথান হরিটজ, স্টিভেন স্মিথ, মাইকেল কার্ক, সিমন ক্যাটিচ ও মার্কুস নর্থদের মতো একঝাঁক স্পিনারও রয়েছে দলে।

চণ্ডিগড়ের মোহালিতে ১ থেকে ৫ অক্টোবর প্রথম টেস্টে ভারতের মুখোমুখি হবে সফরকারী অস্ট্রেলিয়া।

বাংলাদেশ সময়: ১৯৩৮ ঘন্টা, সেপ্টেম্বর ২৫, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।