ঢাকা, বুধবার, ১৯ ভাদ্র ১৪৩২, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১০ রবিউল আউয়াল ১৪৪৭

খেলা

ক্রিকেট দলের জয়ে ফুটবল ফেডারেশনের অভিনন্দন

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১৪, অক্টোবর ২৪, ২০২২
ক্রিকেট দলের জয়ে ফুটবল ফেডারেশনের অভিনন্দন

হারের বৃত্ত ভেঙে জয় দিয়ে বিশ্বকাপ শুরু হলও বাংলাদেশের। আজ (২৪ অক্টোবর) সোমবার হোবার্টের বেলারিভেতে ৯ রানে নেদারল্যান্ডসকে হারিয়েছে বাংলাদেশ।

আগে ব্যাট করতে নেমে ৮ উইকেট হারিয়ে ১৪৪ রানের সংগ্রহ পায় টাইগাররা। জবাব দিতে নেমে নির্ধারিত ২০ ওভার খেললেও ১৩৫ রানের বেশি করতে পারেনি ডাচরা। ১৫ বছরে পর বিশ্বকাপের দ্বিতীয় পর্বে প্রথম জয় পেল বাংলাদেশ। বাংলাদেশের জয়ে তাদেরকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

আজ এক আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছে ফুটবল ফেডারেশন। বিবৃতিতে বলা হয়েছে, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল ৯ রানে জয় পেয়েছে। বাংলাদেশ ক্রিকেট দলের এই সাফল্যে ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী মোঃ সালাহউদ্দীন, সিনিয়র সহ-সভাপতি, সহ-সভাপতিগণ, কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ, সাধারণ সম্পাদক, সকল স্ট্যান্ডিং কমিটির কর্মকর্তাবৃন্দ সহ বাফুফের অফিশিয়াল/কর্মচারীবৃন্দ আন্তরিক অভিনন্দন জানাচ্ছে। ’

আগামীতেও বাংলাদেশ ক্রিকেট দলের এই জয় যাত্রা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেছে বাফুফে। বিবৃতিতে বলা হয়, ‘বাফুফে আশা করে এই জয়ের ধারাবাহিকতায় বাংলাদেশ ক্রিকেট দল আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে দেশের সুনাম আরও অধিকতর বৃদ্ধি করবে। ’

বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২২
এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।