ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

খেলা

চ্যাম্পিয়ন্স লিগে রেডব্যাকস অপরাজিত

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১০
চ্যাম্পিয়ন্স লিগে রেডব্যাকস অপরাজিত

জোহানেসবার্গ: সাউথ অস্ট্রেলিয়া রেডব্যাকসের সেমিফাইনাল আগেই নিশ্চিত ছিলো। গ্রুপের শেষ ম্যাচ ছিলো আনুষ্ঠানিকতা।

সেখানেও গায়ানাকে ১৫ রানে হারিয়ে অপরাজিত হয়ে রইলো রেডব্যাকস। উল্টোটাই হয়েছে গায়ানার বেলায়। সবগুলো ম্যাচ হেরে বিদায় নিয়েছে ত্রিনিদাদ ও টোবাগোর এই কাব।

সাউথ অস্ট্রেলিয়া রেডব্যাকস ইনিংস: ১৯১/৬ (ওভার ২০)
গায়ানা ইনিংস: ১৭৬/৭ (ওভার ২০)

ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি রেডব্যাকসের। দলীয় ৪১ রানে তিন উইকেট হারালে ব্যাটিং বিপর্যয় এড়ানোটাই তাদের জন্য কঠিন হয়ে ওঠে। পরিস্থিতি সামাল দিতে চতুর্থ জুটিতে আপ্রাণ চেষ্টা করেন ক্যালাম ফার্গুসন ও ক্যামেরন বর্গাস। শেষ পর্যন্ত সফলও হন। ফার্গুসন ৫৫ আর বর্গাস ৪৮ রান করেন।

দুটি করে উইকেট নেন পল উইনটজ ও দেবেন্দ্র বিশ্ব। এছাড়া একটি উইকেট নেন ক্রিস্টোফার বার্নওয়েল।

জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে সাত উইকেট হারিয়ে ১৭৬ রান তুলতে সমর্থ হয় গায়ানা। দলের পক্ষে সর্বোচ্চ ৭০ রান করেন অধিনায়ক রামনরেশ সারওয়ান। ৪৬ বলে আটটি চার ও দুটি ছয় দিয়ে নিজের ইনিংসটি সাজান ক্যারিবীয় অধিনায়ক। এছাড়া রিচার্ড রামদিন ৩৫ ও স্টিভেন জ্যাকবস করেন ৩২ রান।

৩৩ রান দিয়ে তিনটি উইকেট নেন ড্যানিয়েল হ্যারিস। এছাড়া দুটি উইকেট পান ড্যানিয়েল ক্রিস্ট্রিয়ান।

ম্যাচ সেরার পুরস্কার জেতেন গায়ানার রিচার্ড রামদিন।

বাংলাদেশ সময়: ২১৫৩ ঘন্টা, সেপ্টেম্বর ২১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।