ঢাকা, মঙ্গলবার, ২৪ বৈশাখ ১৪৩১, ০৭ মে ২০২৪, ২৭ শাওয়াল ১৪৪৫

খেলা

ইরানের পয়েন্টে ভাগ বসাতে চায় বাংলাদেশ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১০
ইরানের পয়েন্টে ভাগ বসাতে চায় বাংলাদেশ

ঢাকা: জর্ডানের কাছে পরাজয়ের ক্ষত শুকাতে না শুকাতেই মাঠে নামতে হচ্ছে বাংলাদেশের মেয়েদের। প্রতিপক্ষ টুর্নামেন্টের ফেভারিট ইরান।

বোঝার বাকি থাকে না কঠিন চ্যালেঞ্জের মুখেই পড়তে হবে বাংলাদেশের মেয়েদের।

অথচ শক্তিশালী ইরানের পয়েন্টেই ভাগ বসাতে চায় স্বাগতিকরা। প্রত্যাশার বেলুন ফুলিয়েছেন খোদ কোচ মাহমুদ আলম। মঙ্গলবার অনুশীলন শেষে সাংবাদিকদের বলেন,“আমাদের লক্ষ্য ভালো খেলা। ইরানের কাছ থেকে অন্তত এক পয়েন্ট তুলে নেওয়া। ”

কোচের চাওয়ার সঙ্গে বাস্তবতা অনেকটাই ভিন্ন। যাদের নিয়ে ইরানকে রুখে দেওয়ার স্বপ্ন দেখছেন কোচ, সেই খেলোয়াড়রাই টুর্নামেন্টের উদ্বোধনী দিনে জর্ডানের কাছে বিপর্যস্ত হয়েছে। ছয় ছয়টি গোল হজম করতে হয়েছে অনভিজ্ঞ বাংলাদেশের মেয়েদের।

ম্যাচের আগের দিন গা গরমেই সীমিত থেকেছে অনুশীলন। ধানমন্ডি মহিলা ক্রীড়া কমপ্লেক্সে কোচ মাহমুদ ছক সাজিয়ে খেলোয়াড়দের ম্যাচের ফরমেশন বোঝাতেই ব্যস্ত ছিলেন। এতে স্পষ্ট হয়ে ওঠে ফুটবলের সঙ্গে এখনো ধাতস্ত হয়ে ওঠেনি বাংলাদেশের মেয়েরা।

টুর্নামেন্টে এরই মধ্যে একটি ম্যাচ খেলেছে ইরান। শক্তিশালী ভারতকে হারিয়েছে ৪-২ গোলে। বুধবারের প্রতিপক্ষ সম্পর্কে স্বাগতিক খেলোয়াড়রা যথেষ্ট ধারণ পেয়েছেন। ছোট ছোট পাসে আক্রমণে যায় ইরানের খেলোয়াড়রা। মাহমুদের ভাষায়,“তাদের টিমওয়ার্ক অনেক ভালো। মাঠে কম দৌড়ায়। দলীয় সমন্বয় দিয়ে প্রতিপক্ষের ওপর চাপ তৈরি করতে পারে। ”

বাংলাদেশ সময়: ২১৪১ ঘন্টা, সেপ্টেম্বর ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।