ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

খেলা

খুলনায় স্পেশাল অলিম্পিকসের প্রতিভা অন্বেষণ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০১ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১০

খুলনা: বাংলাদেশ স্পেশাল অলিম্পিকের জন্য খুলনা ও বরিশাল অঞ্চলের প্রতিভা অন্বেষণ মঙ্গলবার শেষ হয়েছে। আঞ্চলিক প্রতিযোগিতা থেকে জাতীয় পর্যায়ের জন্য ২০ জন খেলোয়াড়কে বেছে নেওয়া হয়েছে।



গ্রামীণফোন লিমিটেডের সহযোগিতায় খুলনা বিকেএসপিতে আয়োজিত প্রতিযোগিতায় অ্যাকুয়াটিকস, ব্যাডমিন্টন, বোচি, ফুটবল, টেবিল টেনিস ও ক্রিকেটসহ ৭টি ইভেন্টে ১৫০ জন ক্রীড়াবিদ অংশ নেন।

বাছাইকৃত খেলোয়াড়রা আগামী ২০ থেকে ২২ অক্টোবর ঢাকায় অনুষ্ঠিত জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেবেন।

মঙ্গলবার প্রতিযোগিতার সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন বাণিজ্য মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও স্পেশাল অলিম্পিকস’র সহ-সভাপতি অ্যাডভোকেট লুৎফুল হাই।

এসময় উপস্থিত ছিলেন গ্রামীণফোনের ডেপুটি ডিরেক্টর আবু মামুন হাশমী ও স্পেশাল অলিম্পিকস বাংলাদেশের ন্যাশনাল ডিরেক্টর ফারুকুল ইসলাম।

বাংলাদেশ সময়: ২২৫৫ ঘন্টা, সেপ্টেম্বর ২১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad