ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

খেলা

চেলসি, ম্যানইউয়ের জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১০
চেলসি, ম্যানইউয়ের জয়

লন্ডন: ইংলিশ প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন চেলসির জয়রথ অব্যাহত গতিতে এগিয়ে চলছে। ফোরেন্ত মালুদার জোড়া গোলে রোববার তারা ৪-০ তে উড়িয়ে দিয়েছে ব্ল্যাকপুলকে।

এদিকে দিমিতার বার্বাতোভের হ্যাটট্রিকের সুবাদে জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড।

স্ট্যামফোর্ড ব্রিজে সলেমন কালু, দিদিয়ের দ্রগবা আর মালুদারা শুধু গোল করেননি। সতীর্থদের দিয়ে গোলও করিয়েছেন। অথচ লিগ শুরুর আগে বোদ্ধারা বলেছিলেন বুড়োদের দল হয়েছে চেলসি। নিন্দুকেরা জবাবটা পেয়ে গেছেন।

প্রথমার্ধের ২ মিনিটে স্বাগতিক চেলসিকে এগিয়ে নেন আইভোরিকোস্টের স্ট্রাইকার সলেমন কালু। ১০ মিনিট পর দিদিয়ের দ্রগবার বাড়িয়ে দেওয়া বলে ব্যবধান দ্বিগুণ করেন ফ্রান্সের মিডফিল্ডার ফোরেন্ত মালুদা। এরপর অ্যাশলে কোলের পাস থেকে ৩০ মিনিটে ব্যবধান বাড়ান দিদিয়ের দ্রগবা।

সফরকারী ব্ল্যাকপুলকে খুঁজে পাওয়া যায়নি ম্যাচে। ৪১ মিনিটে মালুদার গোলে ৪-০ তে এগিয়ে যায় স্বাগতিক চেলসি। বিরতির পর আর গোল হয়নি। ফলে টানা ৫ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষেই রইলো কার্লো আনচেলত্তির দল।

চেলসির সাফল্যে জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডও। তারা ৩-২ গোলে হারিয়েছে লিভারপুলকে। ম্যানইউয়ের মাঠ ওল্ড ট্রাফোর্ডে ৪২ মিনিটে এগিয়ে যায় স্বাগতিক ম্যানচেস্টার ইউনাইটেড। গোল করেন বুলগেরিয়ান ফরোয়ার্ড দিমিতার বার্বাতোভ।

বিরতির পর নানির বাড়িয়ে দেওয়া বল জালে জড়িয়ে ব্যবধান বাড়ান দিমিতার, ৫৯ মিনিটে। গোল শোধে মরিয়া রয় হজসনের দল ৬৪ মিনিটে ব্যবধান কমায় পেনাল্টি থেকে। গোল করেন স্টিভেন জেরার্ড।

ছয় মিনিট পর লিভারপুলকে সমতায় ফেরান জেরার্ড। এতে অবশ্য শেষরক্ষা হয়নি। ৮৪ মিনিটে হ্যাটট্রিক পূূর্ণ করেন দিমিতার। সঙ্গে দলের জয়ও নিশ্চিত করেন। এদিকে ম্যানচেস্টার সিটি ২-০ গোলে জিতেছে উইগান অ্যাথলেটিকের বিপক্ষে।

বাংলাদেশ সময়: ১৮০৯ ঘন্টা, সেপ্টেম্বর ২০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।