ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

খেলা

বিজয় দিবসের কারণে পিছিয়ে গেল ভারত-পাকিস্তান ম্যাচ

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৮ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২১
বিজয় দিবসের কারণে পিছিয়ে গেল ভারত-পাকিস্তান ম্যাচ

আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবসের কারণে এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফি হকি টুর্নামেন্টে ভারত-পাকিস্তানের মহারণ। শুধু এই ম্যাচই নয়, সেদিনের মালয়েশিয়া-জাপান ও বাংলাদেশ-দক্ষিণ কোরিয়া ম্যাচও এক দিন পিছিয়ে ১৭ ডিসেম্বর নেওয়া হয়েছে।

ছয় জাতির আন্তর্জাতিক এই টুর্নামেন্টটি আগামী ১৪ ডিসেম্বর ঢাকার মওলানা ভাসানী স্টেডিয়ামে শুরু হচ্ছে। তবে ভারত-পাকিস্তানের ম্যাচের দিন মহান বিজয় দিবস হওয়ায় ওই দিনের সব ম্যাচ পিছিয়ে দিতে এশিয়ান হকি ফেডারেশনকে অনুরোধ করেছিল বাংলাদেশ হকি ফেডারেশন। বাংলাদেশের অনুরোধে সাড়া দিয়েছে এশিয়ান হকি ফেডারেশন।

সেদিনের ম্যাচ পেছালেও টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোর তারিখ ও সময় অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছেন হকি ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ।

এর আগে করোনা ভাইরাসের কারণে স্থগিত হয়েছিল চ্যাম্পিয়নস ট্রফি হকি। এবারের আসরে স্বাগতিক বাংলাদেশের প্রথম ম্যাচ হবে ১৪ ডিসেম্বর মালয়েশিয়ার বিপক্ষে। ১৫ ডিসেম্বর বাংলাদেশ খেলবে ভারতের বিপক্ষে। ১৭ ডিসেম্বর বদলে যাওয়া সূচিতে বাংলাদেশের প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া।  ১৮ ডিসেম্বর বাংলাদেশ মুখোমুখি হবে জাপানের। গ্রুপ পর্বে বাংলাদেশের শেষ ম্যাচটি পাকিস্তানের বিপক্ষে ১৯ ডিসেম্বর।

বাংলাদেশ সময়: ১২৫৮ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।