ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

খেলা

দাবা অলিম্পিয়াডে বাংলাদেশ দল

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১০

ঢাকা: বিশ্ব দাবা অলিম্পিয়াডে অংশ নিতে রাশিয়া গেলো বাংলাদেশ দাবা দল। মঙ্গলবার থেকে রাশিয়ার কান্তি-মানসিস্কয়ে শুরু হবে ৩৯তম অলিম্পিয়াড।

বাংলাদেশ থেকে পুরুষ এবং মহিলা উভয় বিভাগে অংশ নিচ্ছে।

খেলোয়াড়রা হচ্ছেন জাতীয় চ্যাম্পিয়ন ফিদে মাস্টার মিনহাজউদ্দিন আহমেদ সাগর, জাতীয় রানার-আপ ফিদে মাস্টার আবু সুফিয়ান শাকিল, ফিদে মাস্টার মেহেদী হাসান পরাগ, দেবরাজ চ্যাটার্জী ও ফিদে মাস্টার মোহাম্মদ জাবেদ। মহিলা দলের খেলোয়াড়রা হচ্ছেন- জাতীয় মহিলা চ্যাম্পিয়ন মহিলা ফিদে মাস্টার শামীমা আক্তার লিজা, জাতীয় মহিলা রানার-আপ শারমীন সুলতানা শিরিন, আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ, নাজরানা খান ইভা এবং মাসুদা বেগম।

বিশ্ব দাবা অলিম্পিয়াডের খেলা ১১ রাউন্ড সুইস-লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে এবং আগামী ৩ অক্টোবর পর্যন্ত চলবে খেলা।

বাংলাদেশ সময়: ২১৩৩ ঘন্টা, সেপ্টেম্বর ১৮, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।