ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

খেলা

বাছাইপর্বের জন্য প্রস্তুত অনূর্ধ্ব-১৯ মেয়েরা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১০

ঢাকা: এএফসি অনুর্ধ্ব- ১৯ মহিলা চ্যাম্পিয়নশিপ ২০১১’র বাছাই পর্বের জন্য প্রস্তুত বাংলাদেশের মেয়েরা। সোমবার থেকে ঢাকায় শুরু হচ্ছে প্রতিযোগিতার ‘বি’ গ্রুপের খেলা।



বি গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ দলগুলো- ইরান, জর্ডান ও ভারত। প্রথমবারের মতো এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে স্বাগতিকরা। গ্রুপ চ্যাম্পিয়ন দল খেলবে দ্বিতীয় রাউন্ডে।

এ উপলক্ষে বৃহস্পতিবার বাংলাদেশ ফুটবল ফেডারেশন ভবনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে বাফুফের মহিলা ফুটবল কমিটির সভাপতি সিরাজুল ইসলাম বাচ্চু দল নিয়ে আশাবাদ ব্যক্ত করে বলেন,‘‘আমরা প্রতিপক্ষের খেলার ভিডিও দেখেছি। আমি আমাদের ও সফরকারী দলগুলোর খেলার ধরণে বিশেষ পার্থক্য খুঁজে পাইনি। আমরা চ্যাম্পিয়নশিপের জন্যই লড়বো। ”

এসময় সম্মেলনে উপস্থিত ছিলেন বাফুফের সাধারণ সম্পাদক আল মোসাব্বির সাদী, বাফুফের মহিলা বিষয়ক কমিটির সহকারি সভাপতি মাহফুজা আক্তার কিরণসহ কমিটির সদস্যরা।

প্রতিযোগিতা উপলক্ষে গত ২৫ জুলাই থেকে শুরু হয় ৩২ সদস্যের প্রাথমিক দলের অনুশীলন।

বাংলাদেশ সময়: ২২০৪ ঘন্টা, সেপ্টেম্বর ১৬, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad
welcome-ad