ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

খেলা

শেখ জামালে দুই বিদেশি কোচ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১০

ঢাকা: বাংলাদেশ লিগের নবাগত লেফটেন্যান্ট শেখ জামাল ধানমন্ডি ক্লাবের দুই বিদেশি কোচ জোরান ক্রালিয়েদিচ ও বার্বার ডাবর বৃহস্পতিবার ঢাকা আসছেন।

বাংলাদেশের ফুটবল নিয়ে কাজের অভিজ্ঞতা আছে সার্বিয়ান এই দুই কোচের।

একাদশ দক্ষিণ এশিয়ান গেমসে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ ফুটবল দলে প্রধান কোচ জোরান দর্দেভিচের সহযোগী হিসেবে কাজ করেছেন।

এবার অবশ্য ধানমন্ডি শেখ জামাল কাবে কোচের দায়িত্ব নিতে আসছেন। ধানমন্ডির এই কাব সভাপতি মঞ্জুর কাদের বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে বলেন,‘‘কোচ ঢাকা আসলেও অনুশীলনের জন্য দল পাচ্ছেন না। ২১ সেপ্টেম্বর থেকে ক্যাম্প শুরু হবে। আপাতত বিকেএসপিতে গিয়ে জাতীয় দলের অনুশীলন দেখবেন তারা। ’’

শেখ জামালের স্থানীয় ১৭ জন খেলোয়াড়ের মধ্যে ১৬ জনই এখন এশিয়ান গেমসের জন্য অনূর্ধ্ব-২৩ দলের অনুশীলন ক্যাম্পে।

বাংলাদেশ সময়: ১৮২২ ঘন্টা, সেপ্টেম্বর ১৫, ২০১০


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।