ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

খেলা

ব্রাডিকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেন জিতলেন ওসাকা

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২১
ব্রাডিকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেন জিতলেন ওসাকা অস্ট্রেলিয়ান ওপেনে নারীদের শিরোপা জিতলেন নাওমি ওসাকা।

জেনিফার ব্রাডিকে উড়িয়ে অস্ট্রেলিয়ান ওপেনে নারীদের শিরোপা জিতলেন নাওমি ওসাকা। তিন সেটের এই খেলায় প্রথম দুই সেট জিতেই ট্রফি নিশ্চিত করেন জাপানি তরুণী।

শনিবার (২০ ফেব্রুয়ারি) রড লেভার অ্যারেনায় যুক্তরাষ্ট্রের ব্রাডিকে হারাতে খুব একটা বেগ পেতে হয়নি ওসাকার। প্রথম সেটে ৬-৪ গেমে জেতার পর দ্বিতীয় সেটে ৬-৩ গেমে জয় পান মেয়েদের বাছাইয়ে শীর্ষ ৩ নম্বর।

২৩ বছর বয়সী ওসাকা এ নিয়ে দ্বিতীয়বারের মতো অস্ট্রেলিয়ান ওপেন শিরোপা জিতলেন। এর আগে ২০১৯ সালে প্রথমবার জিতেছিলেন। আর ক্যারিয়ারে এ নিয়ে চতুর্থ গ্র্যান্ড স্ল্যাম জয়ের স্বাদ পেলেন তিনি। ২০১৮ ও ২০২০ ইউএস ওপেন জয় করেছিলেন।

বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad