ঢাকা, বুধবার, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৯ মে ২০২৪, ২০ জিলকদ ১৪৪৫

খেলা

মুজিববর্ষ বিজয় দিবস ক্যারম টুর্নামেন্ট শুরু

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৫ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২০
মুজিববর্ষ বিজয় দিবস ক্যারম টুর্নামেন্ট শুরু

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মহান বিজয় দিবস উপলক্ষে শুরু হয়েছে মুজিবর্ষ বিজয় দিবস ক্যারম টুর্নামেন্ট। বাংলাদেশ ক্যারম ফেডারেশনের তত্ত্বাবধানে এ টুর্নামেন্ট শুরু হয়েছে।

রোববার (২৭ ডিসেম্বর) মওলানা ভাসানী হকি স্টেডিয়ামের বাংলাদেশ ক্যারম হল রুমে বাংলাদেশ ক্যারম ফেডারেশনের সাধারণ সম্পাদক আশরাফ আহমেদ লিয়ন তিন দিনব্যাপী এ টুর্নামেন্টের উদ্বোধন করেন। প্রায় ৩৫ জন পুরুষ ও নারী খেলোয়াড় নিয়ে টুর্নামেন্টটি শুরু হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে ফেডারেশনের সাধারণ সম্পাদক আশরাফ আহমেদ লিয়ন বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মহান বিজয় দিবস উপলক্ষে আজকের এ টুর্নামেন্ট। যদিও বিজয় দিবস আমাদের ক্যালেন্ডার সূচির ইভেন্ট। তারপরও এবারের বিজয় দিবস টুর্নামেন্টটা বিশেষ। মুজিববর্ষ উপলক্ষে আমরা প্রতিটি বিভাগে ক্যারম টুর্নামেন্ট করার পরিকল্পনা নিয়েছি।

উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনা করেন ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য জাফরুল হাসান বাবুল। এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্যারম ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সদস্য, আম্পায়ার ও জাতীয় ক্যারম খেলোয়াড়রা। আগামী ২৯ ডিসেম্বর শেষ হবে এ টুর্নামেন্ট।

বাংলাদেশ সময়: ২২৪৩ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২০
আরএআর/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।