ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

ক্রিকেট

প্রত্যেক ক্রিকেট ম্যাচেই ফিক্সিং হয়, বিস্ফোরক তথ্য বুকির

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৪ ঘণ্টা, মে ৩০, ২০২০
প্রত্যেক ক্রিকেট ম্যাচেই ফিক্সিং হয়, বিস্ফোরক তথ্য বুকির পুলিশের কাছে বন্দী বুকি সঞ্জীব চাওলা। ছবি: সংগৃহীত

২০০০ সালে ক্রিকেট ম্যাচ ফিক্সিংয়ের মামলার আসামী বুকি সঞ্জীব চাওলা এক বিস্ফোরক নতুন তথ্য দিয়েছেন দিল্লী পুলিশকে। জেরা করার সময় তিনি বলেছেন, ‘কোনো ক্রিকেট ম্যাচই সুষ্ঠুভাবে খেলা হয় না। লোকজন যেসব ম্যাচ দেখে তার প্রত্যেকটি ফিক্সিং হয়।’ 

ইন্ডিয়ান এক্সপ্রেসের বরাতে এমনটাই জানিয়েছে ক্রিকেট নেক্সট নামের একটি ক্রীড়া মাধ্যম।  

‘একটি বড় সিন্ডিকেট/আন্ডারওয়ার্ল্ড মাফিয়া’ প্রত্যেক ক্রিকেট ম্যাচ প্রভাবিত করে বলে জানান বুকি সঞ্জীব।

এমনকি মাঠের সেসব ম্যাচকে সিনেমার সঙ্গে তুলনা করে তিনি ইঙ্গিত দেন, সিনেমার মতো যা দেখা হয় তা তা অন্য কেউ পরিচালনা করছে।

এক অলিখিত বিবৃতিতে তিনি আরও বলেন, বিশ্ব ক্রিকেটকে নিয়ন্ত্রণকারী সেই মাফিয়া গোষ্ঠীর লক্ষ্য এখন এই দুর্নীতি নিয়ে তদন্তে শুরু করা ক্রাইম ব্রাঞ্চের অফিসার জি রামগোপাল নাইক। এমনকি তার নিজের জীবনও সংকটের মুখে জানিয়েছেন চাওলা।

স্পেশাল সিপি (ক্রাইম) প্রবীর রঞ্জন বলেন, ‘এই বিষয় নিয়ে এখনও চলছে, তাই আমরা বিস্তারিত কোনকিছু এখন জানাতে পারবো না। ’ 

দিল্লী পুলিশ এক অতিরিক্ত চার্জশিটে উল্লেখ করে, অভিযুক্ত সঞ্জীব তদন্তে সাহায্য করছেন না। এটাই প্রমাণ করে যে, উনি এই অপরাধের সঙ্গে জড়িত।

এই বিবৃতিতে আরও জানানো হয়, চাওলা ম্যাচ ফিক্সিংয়ে কিভাবে জড়িত ছিলেন তা। অর্থাৎ ২০০০ সালে দক্ষিণ আফ্রিকার ভারত সফরে কিভাবে ম্যাচ ফিক্সিং করা হয়েছিল তার বর্ণনা রয়েছে এই চার্জশিটে। ২০০০ সারে প্লেন দূর্ঘটনায় নিহত সাবেক প্রোটিয়া অধিনায়ক হ্যান্সি ক্রোনিয়ের সঙ্গে চাওলার সেই সময়কার কথোপকথনের অডিও রেকর্ডিংও রয়েছে পুলিশের কাছে।

বাংলাদেশ সময়: ১৫৪৩ ঘণ্টা, মে ৩০, ২০২০
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।