ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

ক্রিকেট

দুস্থ খেলোয়াড়দের পাশে ক্রীড়া মন্ত্রণালয় ও বিসিবি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২০ ঘণ্টা, মে ২০, ২০২০
দুস্থ খেলোয়াড়দের পাশে ক্রীড়া মন্ত্রণালয় ও বিসিবি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর হাতে আর্থিক অনুদানের চেক তুলে দেন বিসিবি সভাপতি

করোনা ভাইরাস মহামারির কারণে খেলাধুলা নেই, তাই উপার্জনের রাস্তাও বন্ধ। কঠিন সময়ে ক্ষতিগ্রস্থ এই খেলোয়াড়দের পাশে দাঁড়ালো ক্রীড়া মন্ত্রণালয় ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

বিভিন্ন ফেডারেশনের দুস্থ ক্রীড়াবিদদের ৫০ লাখ টাকার আর্থিক অনুদান দিয়েছে বিসিবি। বাকি অর্থ দিয়েছে ক্রীড়া মন্ত্রণালয়।

সবমিলিয়ে ১ হাজার দুস্থ খেলোয়াড়ের জন্য আর্থিক অনুদান দেওয়া হয়েছে।

বুধবার (মে ২০) বিসিবি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।  

ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে থাকা ফেডারেশনগুলোর মধ্যে এদিন ২৩টি ফেডারেশনে মোট ৫০১টি দশ হাজার টাকার আর্থিক অনুদানের চেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের হাতে তুলে দেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। পরে আর্থিক অনুদানের চেকগুলো জাতীয় ক্রীড়া পরিষদে খেলোয়াড় ও বিভিন্ন ফেডারেশনের প্রতিনিধিদের হাতে তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী।

ফুটবল, হকি, টেনিস, কাবাডি, সাঁতার, ভলিবল, হ্যান্ডবলসহ প্রায় সকল ফেডারেশনকে সহয়তা দিয়েছে বিসিবি। এরই অংশ হিসেবে 
ফুটবল ফেডারেশনের ১০০ জন ফুটবলারকে মোট ১০ লাখ টাকা দেওয়া হয়েছে। এছাড়া ৫০ জন হকি খেলোয়াড়কে মোট ৫ লাখ টাকা দেওয়া হয়েছে। আর ছোট ছোট ফেডারেশনে বাছাই করা ক্রীড়াবিদদের সহযোগিতা করেছে বিসিবি।

আপাতত এক হাজার খেলোয়াড়কে আর্থিক সহায়তা দিলেও এই সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী।

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, মে ২০, ২০২০২
আরএআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad