ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

ফুটবল

গোলবন্যার ম্যাচে পিএসজির রোমাঞ্চকর জয়, নেইমারের লাল কার্ড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২০
গোলবন্যার ম্যাচে পিএসজির রোমাঞ্চকর জয়, নেইমারের লাল কার্ড রেফারির সঙ্গে বাক-বিতণ্ডায় পিএসজির খেলোয়াড়রা: ছবি-সংগৃহীত

ঘরের মাঠ পার্ক দে প্রিন্সেসে গোলবন্যার ম্যাচে রোমাঞ্চকর এক জয় পেয়েছে পিএসজি। সাত গোলের ম্যাচটিতে টমাস টুখেলের দল ৭-৩ ব্যবধানে হারিয়েছে বোর্দোকে। 

তবে জয়ের পাশাপাশি একটি খারাপ খবরও শুনতে হচ্ছে পিএসজি সমর্থকদের। দুই হলুদ কার্ড দেখে মাঠ ছেড়েছেন দলের অন্যতম তারকা নেইমার।

 

রোববার (২৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতের ম্যাচটিতে শুরু থেকে আক্রমণ-প্রতি আক্রমণ শাণায় দু’দল। তবে ১৮তম মিনিটে হোয়াং উই-জোর গোলে এগিয়ে যায় বোর্দো। অবশ্য ব্যবধানটি বেশিক্ষণ ধরে রাখতে পারেনি তারা।  

২৫তম মিনিটে অ্যাঞ্জেল ডি মারিয়ার পাস থেকে পিএসজিকে সমতায় ফেরান কিলিয়ান এমবাপ্পে। এরপর প্রথমার্ধের যোগ করা দ্বিতীয় মিনিটে মারকুইহোসের গোল থেকে লিড নেয় ফরাসি জায়ান্টরা।  

কিন্তু বোর্দো সেই একই যোগ করা ষষ্ঠ মিনিটে পাবলোর গোলে সমতায় ফিরে। দু’দল বিরতিতে যায় ২-২ ব্যবধানে।  

দ্বিতীয়ার্ধের ৬৩ মিনিটে মারকুইনহোসের গোলে ফের লিড নেয় পিএসজি। এরপর ব্যবধানটা ৪-২ করেন এমবাপ্পে। তবে ৮৩ মিনিটে পার্দোর গোলে ম্যাচে ফেরার আভাস দেয় বোর্দো।  

ম্যাচের একেবারে অন্তিম মুহূর্তে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন নেইমার। এর আগে ৪৫ মিনিটে প্রথম হলুদ কার্ড দেখেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।  

এই জয়ে ২৬ ম্যাচে ৬৫ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে পিএসজি।  

বাংলাদেশ সময়: ১১২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২০
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।