ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

ক্রিকেট

‘পদ্মশ্রী’ পুরস্কার পেলেন জহির খান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৩ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২০
‘পদ্মশ্রী’ পুরস্কার পেলেন জহির খান জহির খান/ছবি: সংগৃহীত

ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক পুরস্কার ‘পদ্মশ্রী’ পেয়েছেন সাবেক  ভারতীয় পেসার জহির খান।

রোববার (২৬ জানুয়ারি) ভারত সরকারের পক্ষ থেকে খেলাধুলায় বিশেষ অবদান রাখায় জহির খানকে এই পুরস্কার প্রদান করা হয়।

২০১৫ সালে ক্রিকেট থেকে অবসর গ্রহণ করার আগে ভারতের জার্সিতে অন্যতম সফল পেসার ছিলেন জহির।

২০১১ বিশ্বকাপজয়ী দলের সদস্য জহির ভারতের হয়ে বিশ্বকাপে সবচেয়ে বেশি উইকেট শিকারির তালিকায় যুগ্মভাবে শীর্ষে আছেন।

টেস্ট ক্যারিয়ারে ৩১১টি উইকেট নিয়ে ভারতের হয়ে কপিল দেবের পর সবচেয়ে বেশি উইকেটের মালিক জহির। ওয়ানডেতে তার উইকেট ২৮২টি, যা ভারতের হয়ে চতুর্থ সর্বোচ্চ।

২০০০ সালে ভারতের জার্সিতে অভিষেক হয় জহিরের। এরপর টানা ১৩ বছরের ক্যারিয়ারে ভারতীয় টেস্ট ও ওয়ানডে দলের নিয়মিত সদস্য ছিলেন তিনি।

বাংলাদেশ সময়: ১৮১৩ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২০
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।