ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

ক্রিকেট

ইতিহাস গড়ে শ্রীলঙ্কার বিপক্ষে শক্ত অবস্থানে জিম্বাবুয়ে 

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩৩ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২০
ইতিহাস গড়ে শ্রীলঙ্কার বিপক্ষে শক্ত অবস্থানে জিম্বাবুয়ে  লঙ্কানদের উইকেট উদযাপন: ছবি-সংগৃহীত

প্রিন্স মাসবাউরে, কেভিন কাসুজা ও ক্রেইগ আরভিনের ফিফটিতে শ্রীলঙ্কার বিপক্ষে বড় সংগ্রহের পথে ছুটছে জিম্বাবুয়ে। নিজেদের টেস্ট ইতিহাসে এই প্রথম জিম্বাবুয়ের উপর সারির তিন ব্যাটসম্যান ফিফটির দেখা পেলেন। তাদের ব্যাটিং নৈপুণ্যে স্বাগতিকরা হারারে টেস্টের প্রথম ইনিংসে প্রথম দিন শেষ করেছে ২ উইকেটে স্কোরবোর্ডে ১৮৯ রান জমা করে। 

রোববার (১৯ জানুয়ারি) হারারে স্পোর্টস ক্লাবে টসে জিতে ব্যাটিংয়ে নেমে ওপেনিং জুটিতে ৯৬ রান করেন প্রিন্স ও কাসুজা। তাদের এই জুটি ভাঙেন লাসিথ এম্বুলদেনিয়া।

৫৫ রানে সাজঘরে ফেরেন প্রিন্স।  

প্রিন্সকে হারালেও লঙ্কান বোলারদের ধৈর্যের পরীক্ষা নিয়ে জিম্বাবুয়ের রানের গতি সচল রাখেন কাসুজা ও আরভিন। তবে লাহিরু কুমারার বলে দলীয় ১৬৪ রানে বিদায় নেন আরেক ওপেনার কাসুজা। ২১৪ বলে ৬৩ রান করেছেন তিনি।  

আগামীকাল জিম্বাবুয়ের হয়ে দ্বিতীয় দিন শুরু করবেন আরভিন (৫৫) ও ব্রেন্ডন টেইলর (১৩)।  

জিম্বাবুয়ের মাটিতে দু’টি টেস্ট খেলবে শ্রীলঙ্কা। দ্বিতীয় টেস্ট হবে ২৭ জানুয়ারি, হারারেতে।  

বাংলাদেশ সময়: ২১৩১ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২০
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad