ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

খেলা

সব ধরনের ক্রিকেট থেকে বাট, আমির, আসিফ বরখাস্ত: আইসিসি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০১০
সব ধরনের ক্রিকেট থেকে বাট, আমির, আসিফ বরখাস্ত: আইসিসি

লন্ডন: ক্রিকেটের অভিভাবক সংস্থা আইসিসি স্পট ফিক্সিং-এর অভিযোগে পাকিস্তানের তিন তারকা ক্রিকেটারকে সাময়িকভাবে বরখাস্ত করেছে।

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) জানিয়েছে, টেস্ট ক্যাপ্টেন সালমান বাট, বোলার মোহাম্মদ আমির ও মোহাম্মদ আসিফকে সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ।

এ ঘোষণা দেওয়ার মুহূর্ত থেকেই তা কার্যকর। এর বিরুদ্ধে ক্রিকেটাররা আবেদন করতে পারবেন বলেও জানায় সংস্থাটি।

এর আগে, ব্রিটেনে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত ওয়াজিদ সামসুল হাসান নিষিদ্ধ ওই তিন ক্রিকেটার নির্দোষ বলে দাবি করেন। আইসিসি’র এই সিদ্ধান্ত ভুল বলেও তিনি শুক্রবার মত প্রকাশ করেন।

আইসিসি জানিয়েছে, দুর্নীতি বিরোধী আইনের আওতায় তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। সংস্থার প্রধান নির্বাহী হারুন লরগত বলেন, ‘আমরা ক্রিকেটে দুর্নীতি সহ্য করব না। ’

বাংলাদেশ স্থানীয় সময়: ১৪২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।